thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

প্যাসিফিক ডেনিমসের ১৭০ শতাংশ দরবৃদ্ধি

২০১৭ ফেব্রুয়ারি ০৭ ১৫:০৪:২৮
প্যাসিফিক ডেনিমসের ১৭০ শতাংশ দরবৃদ্ধি

দ্য রিপোর্ট প্রতিবেদক : লেনদেনের প্রথমদিন মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) প্যাসিফিক ডেনিমসের শেয়ার দর বেড়েছে ১৭ টাকা ১৭০ শতাংশ। কোম্পানিটির ১০ টাকা দরের শেয়ার দিন শেষে দাড়িয়েছে ২৭ টাকায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির ২ কোটি ২৭ লাখ ৪৯ হাজার শেয়ার ৬২ কোটি ৬৭ লাখ টাকায় লেনদেন হয়েছে। এক্ষেত্রে ৩৫ হাজার ৮১৪ বার হাতবদল হয়েছে। আর শেয়ারটি সর্বোচ্চ ৩৫ টাকায় ও সর্বনিম্ন ২৫.৮০ টাকায় লেনদেন হয়েছে।

মঙ্গলবার প্যাসিফিক ডেনিমসের শেয়ার লেনদেন শুরু হয়েছে ‘এন’ ক্যাটাগরিতে। এক্ষেত্রে কোম্পানিটির ডিএসই ট্রেডিং কোড নং (পিডিএল) ও কোম্পানি কোড নং ১৭৪৭৩।

এর আগে ২০১৬ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন সংগ্রহ করা হয়। আর শেয়ার বরাদ্দ দেওয়ার লক্ষে চলতি বছরের ১০ জানুয়ারি আবেদনকারীদের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়।

(দ্য রিপোর্ট/আরএ/ফেব্রুয়ারি ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর