thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

মুশফিক-মিরাজে ভরসা পাচ্ছেন সাকিব

২০১৭ ফেব্রুয়ারি ১১ ২০:৫৫:১২
মুশফিক-মিরাজে ভরসা পাচ্ছেন সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক : শনিবার (১১ ফেব্রুয়ারি) হায়দ্রাবাদ টেস্টের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে দারুণ লড়েছে বাংলাদেশ। যার পিছনে শেষ পর্যন্ত ভূমিকা রেখেছেন অপরাজিত দুই টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম (৮১*) ও মেহদি হাসান মিরাজ (৫১*)। যদিও লড়াইয়ের সূচনাটা এসেছিল টাইগারদের বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাট থেকে। তারপরও শেষ পর্যন্ত মুশফিক-মিরাজ ক্রিজে টিকে থাকায় ফলোঅন এড়িয়ে ভালো কিছুর আশা করছেন সাকিব।

তৃতীয় দিনের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসা সাকিব সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের খুব কঠিন একটা সময়ে এমন একটা ইনিংস খেলেছেন মুশফিক ভাই এবং মিরাজ। তাদের দুই জনের এমন একটা জুটি অবশ্যই দলের জন্য অনেক হেল্পফুল হবে। অবশ্যই আমরা চাইবো যে, আগামীকাল প্রথম সেশনটা তারা দুই জন যেন ভালোভাবে কাটিয়ে দিতে পারেন। তেমনটা হলে, অন্তত পক্ষে আরও ১০০ কিংবা ১২০ রানের মতো করতে পারব। সেটা হলে হয়তো আমাদেরকে ফলোঅন এড়ানোর খুব কাছাকাছি নিয়ে যাবে। আমার কাছে মনে হয়, এটাই এখন আমাদের প্রথম লক্ষ্য।’

দিনশেষে নিজেদের প্রথম ইনিংসে এদিন বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেট হারিয়ে ৩২২ রান। মিরাজের সঙ্গে ৮১ রান নিয়ে অপরাজিত রয়েছেন দলপতি মুশফিক। এছাড়া নিজে ৮২ রানের একটি ইনিংস খেলে সাজঘরে ফিরলেও অপরাজিত থাকা মুশফিক-মিরাজের প্রসংশা করেছেন সাকিব। তিনি বলেছেন, ‘মুশফিক দারুণভাবে নিজের প্রয়োগ ক্ষমতা দেখিয়েছেন, মেহেদীও তুলে নিয়েছে তার প্রথম ফিফটি।’

এদিকে, সাকিব আল হাসান দুর্দান্ত একটা ইনিংস খেলার পর এদিন রবিচন্দ্রন অশ্বিনের বলে বাজে একটা শট খেলে ফিরেছেন সাজঘরে। সেটা না খেললে হয়ত এদিন সেঞ্চুরিটা পেয়ে যেতেন তিনি। এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, ‘এত কিছু চিন্তা করে ব্যাটিং করি না। তবে আউট না হলে ওই সময় আমার ১০০টা হয়ে যেত। কিংবা দলের জন্য বেশিক্ষণ ব্যাটিং করার সুযোগ পেতাম। সেটা অবশ্যই ভালো হতো। যেটা হয়নি, সেটা নিয়ে ভেবে আর লাভ নেই।’

(দ্য রিপোর্ট/এজে/ফেব্রুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর