thereport24.com
ঢাকা, শনিবার, ১৯ আগস্ট ২০১৭, ৪ ভাদ্র ১৪২৪,  ২৫ নভেম্বর ১৪৩৮

১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘বেগমজান’

২০১৭ ফেব্রুয়ারি ১২ ০৮:০৬:০৯
১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘বেগমজান’

দ্য রিপোর্ট ডেস্ক: ‘আমাকে উঠাতে গেলে ও কেয়া কহেতে হ্যায়…পার্টিশন করে দেব।’ কয়েক মাস আগে ‘বেগমজান’ ওরফে ঋতুপর্ণা সেনগুপ্তর এই ডায়লগ জনপ্রিয় হয়েছিল টলি দর্শকদের কাছে। সৌজন্যে সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনি’। এ বার সেই ছবির হিন্দি ভার্সন মুক্তির অপেক্ষায়। আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা বালন। আর ছবি মুক্তির খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন স্বয়ং বিদ্যা। এই ‘বেগমজান’-এ হাত ধরেই বলিউডে ডেবিউ করছেন সৃজিতও।

তবে এ ছবির প্রেক্ষাপট বাংলা ভাগ নয়। এখানে দেখানো হবে পঞ্জাব কেটে দু’ভাগ করার গল্প। সে সময় একটি গণিকালয় চালাতেন বেগমজান। সেই চরিত্রে বিদ্যাকে কাস্ট করেছেন সৃজিত। সেই গণিকালয়ের গল্পই দেখাবে মহেশ ভট্ট ও মুকেশ ভট্ট প্রযোজিত ছবিটি।

এ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, গওহর খান, আশিস বিদ্যার্থী, চাঙ্কি পান্ডে, রাজেশ শর্মা প্রমুখকে। এ ছবিতে অনু মালিকের কম্পোজিশনে গান গেয়েছেন আশা ভোঁসলে। প্রায় ১০ বছর পর কাজ করলেন আশা-অনু জুটি।

সূত্র : এবিপি

(দ্য রিপোর্ট/এফএস/এআরই/ফেব্রুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে