thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮, ৮ আষাঢ় ১৪২৫,  ৬ শাওয়াল ১৪৩৯

বসন্তে ‘বরষা’

২০১৭ ফেব্রুয়ারি ১৩ ০৯:১৪:৩৯
বসন্তে ‘বরষা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : অনিমেষ আইচ নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বরষা’র প্রিমিয়ার শো গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। বসন্তের দ্বিতীয় দিন(১৪ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই চলচ্চিত্রটি।

কিনবোকই.কম প্রযোজিত ২৪ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রে অভিনয় করেছেন তাহসান, ভাবনা, সোলায়মান খোকা, মিথুন সরকার, সারফাত পাশা, সিতি, ইভা, তুষার, আনোয়ারা, কাজল প্রমুখ।

চিত্রগ্রহণে মো. আরিফুজ্জামান এবং সম্পাদনায় ইকবাল কবীর জুয়েল, আবহ সংগীত আয়োজন করেছেন রাশিদ শরীফ শোয়েব। নির্বাহী প্রযোজক ছিলেন রিজওয়ানুর রহমান রিজভী এবং মুকসিতুল এম তানিম এবং প্রযোজনা করেছেন মুহিতুল আল কায়সার।

অনিমেষ আইচের চিত্রনাট্য ও পরিচালনায় দুইজন যুবক যুবতীয় বর্ষাস্নাত একটি প্রেমের গল্প ফুটে উঠেছে এই চলচ্চিত্রে। নির্মাতা অনিমেষ আইচ জানান, বসন্ত এবং ভালোবাসা দিবসকে উপলক্ষ করে ১৪ ফেব্রুয়ারি রাতে ছবিটি অনলাইনে মুক্তি দেয়া হবে।

(দ্য রিপোর্ট/পিএস/এনআই/ফেব্রুয়ারি ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে