thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

ইতিহাস গড়া হলো না মুশফিকদের

২০১৭ ফেব্রুয়ারি ১৩ ১৫:৩১:৪৮
ইতিহাস গড়া হলো না মুশফিকদের

দ্য রিপোর্ট ডেস্ক : হায়দরাবাদে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে হেরেছে বাংলাদেশ দল। ব্যাটসম্যাদের ব্যর্থতায় ২০৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৪৫৯ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করতে সক্ষম হয় সফরকারীরা।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া টেস্টের চতুর্থ দিন শেষে সাকিব ও মাহমুদউল্লাহ আশা বাঁচিয়ে রাখলেও পঞ্চম দিনের শুরুতেই সাকিবের আউটে হোঁচট খেয়েছে বাংলাদেশ দল। ৩৮তম ওভারে রবীন্দ্র জাদেজার তৃতীয় ডেলিভারিতে চেতন পূজারার হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। আর দিনের শুরুতেই সাকিবের আউটেই দুশ্চিন্তার ছাপ পড়ে বাংলাদেশের কপালে। সাকিব ব্যক্তিগত ২২ রানে ফিরে গেছেন সাজঘরে।

সাকিবের বিদায়ের পর মুশফিকের ব্যাটের দিকেই তাকিয়ে ছিল বাংলাদেশ। তবে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এই ইনিংসে ফিফটিও করতে পারেননি। তিনি ব্যক্তিগত ২৩ রানে অশ্বিনের বলে জাদেজার হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নিয়েছেন। মুশফিক বিদায় নিলেও মাহমুদউল্লাহ হাফসেঞ্চুরি করেছেন। এরই মধ্যে দিয়ে নিজেকে যেন খুঁজে পেলেন বাংলাদেশের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। দীর্ঘ সময় পরে তিনি দেখা পেলেন ফিফটির।

মাহমুদউল্লাহ উইকেটের এক প্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে কোন ব্যাটসম্যান থিতু হতে পারছেন না। ষষ্ঠ উইকেট হিসেবে সাজঘরে ফিরেছেন সাব্বির রহমানও। তাকে ব্যক্তিগত ২২ রানে ইশান্ত শর্মা এলবিডব্লুর ফাঁদে ফেলেন।

অবশেষে সাজঘরে ফিরতে হলো মাহমুদউল্লাহকেও। দিনের শুরু থেকেই তিনি লড়াই করে চলছিলেন।তবে ইশান্ত শর্মার বাউন্সারেই প্রতিরোধ ভাঙলো তার। আউট হওয়ার আগে তিনি সংগ্রহ করেছেন ৭টি চারের মারে ৬৪ রান।

দলকে বিপদে ফেলে ফিয়ে গিয়েছেন মেহেদী হাসান মিরাজও। ৬১ বলে ৪টি চারের মারে ২২ রান করেন তিনি। এরপর তাইজুল ইসলাম ক্রিজে আসলে খুব বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনি। ২৪ বল মোকাবেলা করে ৬ রান যোগ করে ফিরেছেন সাজঘরে। এরপর শেষ ব্যাটসম্যান হিসেবে তাসকিন আহমেদও আউট হয়ে গেলে টেস্টে ড্রয়ের আশাও পূরণ হয়নি বাংলাদেশের।

তবে এদিন কামরুল ইসলাম রাব্বি ৭০ বল খেলে ৩ রানে অপরাজিত ছিলেন।

ম্যাচ সেরার পুরস্কারটি পেয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে চা-বিরতির আগে ১৫৯ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে ভারত। এই সুবাদে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪৫৯ রানের। চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) টসে জিতে প্রথমে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৬৮৭ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে স্বাগতিক ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত-৬৮৭/৬ ডিক্লেয়ার, ও ১৫৯/৪ ডিক্লেয়ার

বাংলাদেশ-৩৮৮ ও ২৫০ (১০০.৩ ওভার)

(দ্য রিপোর্ট/এনপিএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর