thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

রিজার্ভ থেকে লভ্যাংশ দেবে লংকাবাংলা ফাইন্যান্স

২০১৭ ফেব্রুয়ারি ১৪ ১০:৫০:০৮
রিজার্ভ থেকে লভ্যাংশ দেবে লংকাবাংলা ফাইন্যান্স

দ্য রিপোর্ট প্রতিবেদক : ২০১৬ সালের ব্যবসায় অর্জিত মুনাফার চেয়ে বেশি লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ। ফলে অতিরিক্ত অংশটুকু রিজার্ভ থেকে প্রদান করতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির ২০১৬ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে (সমন্বিত) ২.৮৭ টাকা। এর বিপরীতে পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার বা প্রতিটি শেয়ারে ৩ টাকা লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এ হিসাবে প্রতিটি শেয়ারে মুনাফার চেয়ে ০.১৩ টাকা বেশি লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যা কোম্পানির রিজার্ভ থেকে প্রদান করা হবে।

এদিকে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে (সমন্বিত) ২৪.১৬ টাকা।

কোম্পানির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৩০ মার্চ সকাল ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ৯ মার্চ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (১৩ ফেব্রুয়ারি) লেনদেন শেষে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার দর দাঁড়িয়েছে ৫১.৬০ টাকায়।

(দ্য রিপোর্ট/আরএ/এনআই/ফেব্রুয়ারি ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর