thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে আটক ৬

২০১৭ ফেব্রুয়ারি ১৪ ১০:৫১:৫০
প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে আটক ৬

দ্য রিপোর্ট প্রতিবেদক : এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটকদের নাম, পরিচয় কোন কিছুই জানায়নি পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে আটকদের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান মাসুদুর রহমান।

উল্লেখ্য, চলতি ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ইতোমধ্যে এ পরীক্ষার কয়েকটি প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে গণিত প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি তদন্তে প্রমাণিত হলে গণিত পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হবে।

(দ্য ‍রিপোর্ট/এমএসআর/এমকে/এনআই/ফেব্রুয়ারি ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর