thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৫ মে ২০১৮, ১১ জ্যৈষ্ঠ ১৪২৫,  ৮ রমজান ১৪৩৯

হাবিবের ‘মিথ্যে নয়’

২০১৭ ফেব্রুয়ারি ১৪ ১৭:৩৬:৩১
হাবিবের ‘মিথ্যে নয়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : হাবিবের নতুন গানের অডিও তথা লিরিক ভিডিও প্রকাশ হয়েছে ইউটিউবে। গানের শিরোনাম ‘মিথ্যে নয়’।লিখেছেন শফিক তুহিন, সুর ও সংগীত হাবিব নিজেই করেছেন। পয়লা ফাল্গুনে গানটি প্রকাশ করা হয়েছে।

ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রথমবারের মতো গাইলেন হাবিব। তৈরি হচ্ছে ব্যয়বহুল ভিডিও। আপাতত গোপন থাকছে ভিডিওর বাকি তথ্য। শীঘ্রই ভিডিওটি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

হাবিব সবশেষ গান প্রকাশ করেছেন এ বছরের শুরুতে। গানের নাম ‘তুমিহীনা’। নিজের ইউটিউব থেকে প্রকাশিত হাবিবের সেই গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। গত বছর বিরতি ভেঙে নিয়মিত নতুন গান প্রকাশে মনযোগী হয়েছেন আলোচিত এই শিল্পী। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ হয়েছে ‘মিথ্যে নয়’। হাবিবের ‘মিথ্যে নয়’ গানটি শুনতে নিচের লিংকে ক্লিক করুন

https://www.youtube.com/watch?v=OqP-Y2ehh4A

(দ্য রিপোর্ট/পিএস/এপি/ফেব্রুয়ারি ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে