thereport24.com
ঢাকা, বুধবার, ২০ জুন ২০১৮, ৬ আষাঢ় ১৪২৫,  ৫ শাওয়াল ১৪৩৯

‘বোলিংয়ের ব্র্যাডম্যান অশ্বিন’

২০১৭ ফেব্রুয়ারি ১৫ ১৫:৩৪:০৪
‘বোলিংয়ের ব্র্যাডম্যান অশ্বিন’

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। টেস্ট বোলিংয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন অনেকদিন ধরেই। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে উইকেট নেওয়ার মধ্য দিয়ে করে ফেলেছেন দ্রুততম ২৫০ উইকেট নেওয়ার রেকর্ড। সেই অশ্বিনকেই স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করলেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ ওয়াহ।

ভারতের বিপক্ষে সিরিজ উপলক্ষ্যে এরই মধ্যে সেখানে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া দল। ২৩ ফেব্রুয়ারির ম্যাচ দিয়ে শুরু হবে চার টেস্টের সিরিজ। তারই আগে প্রতিপক্ষ দলের স্পিনার অশ্বিনকে প্রশংসায় ভাসালেন স্টিভ ওয়াহ। তিনি বলেন, ‘অশ্বিন এই মুহূর্তে বোলিংয়ের ডন ব্র্যাডম্যান। ব্র্যাডম্যান ব্যাট হাতে যে রেকর্ড গড়েছিল অশ্বিন বল হাতে তাই করেছে। ও এমন একজন প্লেয়ার যাকে কাটিয়ে যাওয়াটা কঠিন। সেটা পারলে আমাদের সুযোগ থাকছে।’

তিনি আরও বলেন, ‘ইংল্যান্ড ভারতের বিপক্ষে প্রথম টেস্টটা জিততেই পারত। আর সেখান থেকেই সিরিজ পুরো ঘুরে গেল। যদি শুরুটা তোমার বিরুদ্ধে হয় হয় তাহলে সেটা পরিবর্তন করা খুব কঠিন। তাই চাপের মুখে মাথা ঠান্ডা রাখতে হবে।’

শুধু অশ্বিনকেই নয়, ওয়াহ প্রশংসায় ভাসিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলিকেও, ‘বিরাট কোহলির নেতৃত্বও খুব অসাধারণ। তার অধীনে ভারতের খেলোয়াড়দের ভাবনা ইতিবাচক থাকে। যেকোনো কিছু করতেই প্রস্তুত তারা। নতুন টিম ইন্ডিয়া যেকোনো কিছুই অর্জন করতে পারে।

(দ্য রিপোর্ট/এনপিএস/ফেব্রুয়ারি ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবররে