thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

থিওরিটিক্যাল অ্যাডজাস্টমেন্টে গ্রিন ডেল্টা

২০১৪ ফেব্রুয়ারি ২১ ১৪:২৪:০৭
থিওরিটিক্যাল অ্যাডজাস্টমেন্টে গ্রিন ডেল্টা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রেকর্ড ডেটের পর থিওরিটিক্যাল অ্যাডজাস্টমেন্টের কারণে উল্লেখযোগ্যহারে শেয়ার দর কমেছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি সাপ্তাহিক লুজারের শীর্ষে উঠে এসেছে। সপ্তাহজুড়ে এ শেয়ারের দর ১৮.৩০ শতাংশ কমেছে।

১৭ ফেব্রুয়ারি কোম্পানিটির রেকর্ড ডেট থাকায় ১৮ তারিখে কোম্পানিটির শেয়ার থিওরিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট হয়। এদিন ৯৭ টাকা থেকে ১৭ টাকা দর কমে ৮০ টাকায় লেনদেন হয় শেয়ারটি। এরই ধারাবাহিকতায় সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার লেনদেন শেষে এ শেয়ারের দর ৭৯.৯০ টাকায় অবস্থান করে।

গত সপ্তাহের ৫ কার্যদিবসে কোম্পানিটির মোট ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতি কার্যদিবসে হয়েছে ৩৩ লাখ ৯২ হাজার টাকা।

‘এ’ ক্যাটাগরির গ্রিন ডেল্টার মোট ৬ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার ৫০০টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৫৪.৯৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০.৪২ শতাংশ, প্রবাসী বিনিয়োগকারীদের কাছে ০.২৮ শতাংশ ও বাকি ২৪.৩১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

(দ্য রিপোর্ট/আরএ/ডব্লিউএন/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর