thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

বইমেলায় শুভাশিস সিনহার নতুন বই

২০১৭ ফেব্রুয়ারি ১৬ ১৩:৪৮:৩৭
বইমেলায় শুভাশিস সিনহার নতুন বই

দ্য রিপোর্ট প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে শুভাশিস সিনহার দুটি নতুন বই। সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ প্রকাশ করেছে প্রবন্ধগ্রন্থ ‘মোহাম্মদ রফিক : কবিতার অতল ভাসান’।

দেশের অন্যতম কবি মোহাম্মদ রফিকের কবিতার আদি-অন্ত বিশ্লেষণ পাওয়া যাবে বইটিতে। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। মূল্য ১৮০ টাকা। পাওয়া যাবে মেলায় ঐতিহ্যের স্টলে (স্টল নাম্বার- ৪৩০-৪৩১-৪৩২)।

এছাড়া মণিপুরি সম্প্রদায়ের ভাষা-সাহিত্য-সংস্কৃতির বিশ্লেষণধর্মী প্রবন্ধের বই ‘মণিদীপ্ত মণিপুরি’। এটি প্রকাশ করেছে আলোঘর প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন সজলকান্তি সিংহ। মূল ১২০ টাকা। বইটি পাওয়া যাবে মেলা সোহরাওয়ার্দী উদ্যান অংশের আলোঘরের স্টলে (স্টল নাম্বার- ২১৯- ২২০)।

বইমেলা উপলক্ষে শুভাশিস সিনহার এই দুটি নতুন বই সংগ্রহ করা যাবে ২৫% মূল্য ছাড়ে। এছাড়া মেলার শেষ সপ্তাহে ভাষাচিত্র থেকে শুভাশিস সিনহার তিনটি নাট্যকাব্য নিয়ে আরেকটি বই প্রকাশের সম্ভাবনা রয়েছে।

(দ্য রিপোর্ট/পিএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর