thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

আবু সাঈদ তুলুর ‘পাতার বাঁশি’

২০১৭ ফেব্রুয়ারি ১৬ ১৫:৩৫:৫১
আবু সাঈদ তুলুর ‘পাতার বাঁশি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে আবু সাঈদ তুলু’র নতুন বই ‘পাতার বাঁশি’। প্রকাশ করেছে ‘এ লিটল বিট’। গ্রন্থটি ৬৫টি অনুগল্পের সংকলন। চার ফর্মার এ গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।

পাওয়া যাচ্ছে- বাংলা একাডেমির বর্ধমান হাউজের পাশে লিটল ম্যাগ চত্বরের ‘কবিতার রাজপথ’ এর স্টলে (স্টল নাম্বার- ১২)।

আবু সাঈদ তুলু একজন লেখক, সমালোচক ও গবেষক। তিনি ঐতিহ্যবাহী বাংলা নাট্যচর্চা বিষয়ে পিএইচডি গবেষণা করছেন। এছাড়া বিভিন্ন সাহিত্য পত্রিকা ও সাময়িকীতে তিনি নিয়মিত লিখেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৬টি।

(দ্য রিপোর্ট/পিএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর