thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ জুন ২০১৮, ১২ আষাঢ় ১৪২৫,  ১০ শাওয়াল ১৪৩৯

গোপালগঞ্জের কালনায় আটকা পড়েছে শত শত যানবাহন

২০১৭ ফেব্রুয়ারি ১৭ ১৬:১৬:৪০
গোপালগঞ্জের কালনায় আটকা পড়েছে শত শত যানবাহন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীর মধুমতি নদীর কালনা ফেরিঘাটে শত শত যানবাহন আটকা পড়ে নদী পারাপারের অপেক্ষায় রয়েছে। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি যশোর-মাগুরা মহাসড়কের মাগুরা অংশের সীমাখালী সেতু ভেঙ্গে যাওয়ায় ওই রাস্তায় চলাচলকারী যানবাহনের একটি অংশ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাট দিয়ে নড়াইল হয়ে যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষীরা প্রভৃতি এলাকায় যাচ্ছে। ফলে গত তিন দিন ধরে কালনা ফেরিঘাটে যানবাহনের চাপ বেড়ে গেছে।

দুইটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করেও অতিরিক্ত চাপ সামালানো যাচ্ছে না। ফলে শত শত যাত্রীবাহী বাস ও পন্যবাহী ট্রাককে ফেরীঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

অপরদিকে মধুমতি নদীতে নাব্যতা সংকটের কারণে অসংখ্য ডুবো চর দেখা দিয়েছে। এসব ডুবো চরের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এস/ফেব্রুয়ারি ১৭. ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে