thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট, বিপাকে যাত্রীরা

২০১৭ ফেব্রুয়ারি ১৮ ১৩:৫৮:২০
ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট, বিপাকে যাত্রীরা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে আন্তঃজেলা পরিবহন ধর্মঘটের পর শনিবার সকাল থেকে ঢাকাগামী সব দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা।

শনিবার সকাল থেকে ঢাকাগামী সব দূরপাল্লার বাস বন্ধ করে দিয়েছে মোটর মালিক সমিতি। অপর দিকে অভ্যন্তরীণ জেলার সব রুটে যাত্রীবাহী যান চলাচলও বন্ধ রয়েছে।

শ্রমিকরা জানান, ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতি এবং ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মধ্যে চলমান দ্বন্দ্বের নেপথ্যে রয়েছে আধিপত্য বিস্তার ও যানবাহন থেকে তোলা টোলের টাকা ভাগাভাগির জের। সংগঠন দুটির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

টোল আদায় নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত বুধবার টোল আদায় ঘর ভাঙচুরের পর বৃহস্পতিবার সকাল থেকে ঠাকুরগাঁওয়ের সব সড়কপথে তাদের আওতাভুক্ত যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় জেলা মোটর মালিক সমিতি।

সমস্যা নিরসনে উভয় পক্ষের সঙ্গে আলোচনায় বসেন জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল। কিন্তু কোনো পক্ষই ছাড় দিতে রাজি না হওয়ায় মীমাংসা ছাড়া আলোচনা শেষ হয়।

(দ্য রিপোর্ট/এম/এনআই/ফেব্রুয়ারি ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর