thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

জাহাজে গরম পানিতে দ্বগ্ধ হয়ে বিদেশির মৃত্যু

২০১৭ ফেব্রুয়ারি ২২ ২০:৫১:০৪
জাহাজে গরম পানিতে দ্বগ্ধ হয়ে বিদেশির মৃত্যু

চট্টগ্রমি অফিস : চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে অবস্থানকারী একটি জাহাজে গরম পানিতে দ্বগ্ধ হয়ে মারা গেছেন এক বিদেশি নাগরিক। বুধবার (২২ ফেব্রুয়ারি)দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভারসেল কায়েছ (৬০) নামে ইউক্রেনের নাগরিকের মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, বন্দরের বহিনোঙরে অবস্থানকারী বিদেশি জাহাজ এম ভি কাবা নিলয়-এ গরম পানির পাইপ ফেটে দ্বগ্ধ হন ভারসেল কায়েছ নামের ওই বিদেশি। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হয়। এ অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

ভারসেল কায়েছ জাহাজে শিপিং ক্রু হিসেবে কর্মরত ছিলেন বলে জানান তাকে নিয়ে আসা শিপিং এজেন্টের লোকজন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/ফেব্রুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর