thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

চকলেটে কমে হজমশক্তি

২০১৭ ফেব্রুয়ারি ২৩ ১৩:২৩:৩৬
চকলেটে কমে হজমশক্তি

দ্য রিপোর্ট ডেস্ক : চকলেট পছন্দ করেন না এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া যাবে না। কম-বেশি, ছোট-বড় প্রায় সবাই চকলেট পছন্দ করেন। তবে যারা চকলেট খোর তাদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো আমেরিকার বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

তাদের দাবি চকলেট ও চুইংগাম মানুষের হজমশক্তি কমায়। এর ফলে অ্যাসিডিটি, বদহজমের মতো সমস্যা দেখা দেয়। গবেষণায় তারা দেখেছেন, চকোলেট ও চুইংগামের মধ্যে যে টাইটেনিয়াম অক্সাইড থাকে তা খাবার হজমে বাধা তৈরি করে।

বেশি মাত্রায় চকলেট ও চুইংগাম সাময়িক তৃপ্তি দিলেও ভবিষ্যতের পক্ষে ক্ষতিকর। ফলে যারা একটু বেশি মাত্রায় চকলেট ভালোবাসেন তারা এবার থেকে সাবধান।

(দ্য রিপোর্ট/এফএস/ফেব্রুয়ারি ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর