thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

২৬০ রানে অলআউট অস্ট্রেলিয়া

২০১৭ ফেব্রুয়ারি ২৪ ১১:০১:৩৮
২৬০ রানে অলআউট অস্ট্রেলিয়া

দ্য রিপোর্ট ডেস্ক : চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ২৬০ রানেই গুটিয়ে গেছে। ভারতের বোলিং তোপে প্রথম ইনিংসটি লম্বা করতে পারেনি স্টিভেন স্মিথের দল। অশ্বিন, যাদবদের দাপটে উইকেটে টিকে থাকাটাই দুষ্কর হয়ে পড়েছিল অজিদের জন্য।

যদিও প্রথম দিন শেষে স্বাগতিক ভারতের অপেক্ষা বাড়ান সফরকারী অস্ট্রেলিয়ার আট নম্বর ব্যাটসম্যান মিচেল স্টার্ক। তবে দ্বিতীয় দিনের শুরুতে স্কোরবোর্ডে আর ৪ রান করতেই হারিয়ে বসে বাকি উইকেট। প্রথম দিন শেষে ৫৭ রানে অপরাজিত থাকা স্টার্ককে সাজঘরে ফেরান ভারতীয় স্পিনার অশ্বিন। ফলে প্রথম দিন শেষে ২৫৬ রান করা দ্বিতীয় দিনের শুরুতেই অজি দলের প্রথম ইনিংস ২৬০ রানেই থেমে যায়।

সহজ লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমেছে ভারত দল। তবে সপ্তম ওভারেই তারা হারিয়ে বসেছে মুরালি বিজয়ের উইকেটটি। এ প্রতিবেদন লেখা অব্দি ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১০ ওভারে ৩৪ রান।

এর আগে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্মিথ। শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ম্যাট রেনশ।

তবে দলীয় ৮২ রানে ওপেনিং জুটি ভাঙ্গেন ভারতীয় পেসার উমেশ যাদব। ব্যক্তিগত ৩৮ রানে ওয়ার্নারকে ফেরান তিনি। এর এক বল পরেই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার রেনশ।

পেট খারাপ হওয়ায় (আপসেট স্টমাক) খুব দ্রুতই বাঁহাতি এ ওপেনার মাঠ ছাড়েন। তার বদলে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন শন মার্শ। সে সময় ক্রিজে ছিলেন অধিনায়ক স্মিথ।

তবে স্মিথ ও মার্শ খুব বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ক্রিজে। শন মার্শ ব্যক্তিগত ১৬ রানে এবং স্মিথ ব্যক্তিগত ২৭ রানে সাজঘরে ফিরেন। পিটার হ্যান্ডসকবও ২২ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন। এরপরই খেই হারিয়ে ফেলে সফরকারীরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় স্কোরের লক্ষ্য থেকে ছিটকে যায় তারা। কিন্তু শেষ সময়ে এসে দুর্দান্ত ব্যাটিং করে স্টার্ক।

ভারতের পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন উমেশ যাদব। ৩টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা নিয়েছেন ২টি উইকেট।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর