thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

ক্রিকইনফো অ্যাওয়ার্ড-২০১৬

মিরাজ বর্ষসেরা অভিষিক্ত, মুস্তাফিজ বর্ষসেরা টি২০ বোলার

২০১৭ ফেব্রুয়ারি ২৪ ২২:২৭:৩১
মিরাজ বর্ষসেরা অভিষিক্ত, মুস্তাফিজ বর্ষসেরা টি২০ বোলার

দ্য রিপোর্ট ডেস্ক : ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ও সর্ববৃহৎ ওয়েবসাইট ক্রিকইনফোর অ্যাওয়ার্ড রাত্রিতে বাংলাদেশের ঝুলিতে জমা পড়েছে দুটি পদক। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জিতে নিয়েছেন ক্রিকইনফোর বর্ষসেরা অভিষিক্ত টেস্ট ক্রিকেটারের পদক। অন্যদিকে, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান জিতেছেন বর্ষসেরা টি২০ বোলারের পদক।

গত বছর ক্রিকইনফোর বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়েছে ক্রিকইনফো অ্যাওয়ার্ড-২০১৬ অনুষ্ঠানটি। আন্তর্জাতিক অঙ্গনে গত বছর ক্রিকেট মাঠে কৃতিত্বের স্বাক্ষর রাখা সেরা ক্রিকেটারদের এ রাতে পুরস্কৃত করেছে ক্রিকইনফো।

গত বছর অক্টোবরে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল বাংলাদেশের ১৯ বছর বয়সী অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। দুই ম্যাচের ওই সিরিজে বল হাতে রীতিমতো ভেল্কি দেখিয়েছিলেন মিরাজ। শেষ পর্যন্ত দুটি টেস্টে ১৫.৬৩ গড়ে ১৯ উইকেট নেন তিনি। এই নৈপুণ্যের সুবাদে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে কোনো টেস্ট ম্যাচ জয়ের কৃতিত্ব সঙ্গী হয় বাংলাদেশের। ইংল্যান্ড সিরিজের ওই নৈপুণ্যের সুবাদেই ক্রিকইনফোর ২০১৬ সালের বর্ষসেরা অভিষিক্ত টেস্ট ক্রিকেটারের পদক উঠেছে মিরাজের হাতে।

এদিক, গত বছর টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ২২ রান খরচায় ৫ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ ম্যাচটি জিততে না পারলেও মুস্তাফিজের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেন বিশ্বখ্যাত ক্রিকেট তারকা ও বোদ্ধারা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ৫ উইকেটের সুবাদে টি২০ ক্যারিয়ারের এক বছরে ২২ উইকেট শিকারের কৃতিত্ব দেখান বাংলাদেশের এই তরুণ পেসার। টি২০ ফরম্যাটে বল হাতে দারুণ পারফরম্যান্সের সুবাদে ক্রিকইনফোর ২০১৬ সালের বর্ষসেরা টি২০ বোলারের পদকটিও তাই মুস্তাফিজের ঝুলিতে জমা পড়েছে।

(দ্য রিপোর্ট/জেডটি/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর