thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

বাংলাদেশের বিপক্ষে থাকছেন না ম্যাথিউজ

২০১৭ ফেব্রুয়ারি ২৬ ১৩:৪৯:০৩
বাংলাদেশের বিপক্ষে থাকছেন না ম্যাথিউজ

দ্য রিপোর্ট ডেস্ক : সামনেই হাতছানি দিচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সফর। তবে আসন্ন এই সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়লেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে তিনি থাকতে পারছেন না।

আগামী রবিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করবে শ্রীলঙ্কা। আর ওইদিনই জানা যাবে লঙ্কানদের নেতৃত্বে কে থাকছেন বাংলাদেশের বিপক্ষে।

গত বছরের অক্টোবরে জিম্বাবুয়ে সফরে চোট পান ম্যাথিউজ। এর পর থেকেই টেস্টে রঙ্গনা হেরাথকে অধিনায়ক নির্বাচিত করা হয়। এদিকে ইনজুরি থেকে ফিরে আসা দিনেশ চান্দিমালও ফিট রয়েছেন। তাই নেতৃত্বে তাকেও দেখা যেতে পারে বাংলাদেশের বিপক্ষে।

সীমিত ওভারের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতানো উপুল থারাঙ্গাও দলকে নেতৃত্ব দিতে পারেন। তবে টেস্টে না থাকলেও আশা করা হচ্ছে ওয়ানডে ও টি২০ সিরিজের আগে সুস্থ হয়ে উঠবেন ম্যাথিউজ।

দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি২০ ম্যাচ খেলতে ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ দলের দেশ ছেড়ে যাওয়ার কথা। এ সিরিজ সামনে রেখে গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প।

৭-১১ মার্চ গলে হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট হবে ১৫-১৯ মার্চ কলম্বোতে।

প্রথম টেস্টের আগে ২-৩ মার্চ দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথি বাংলাদেশ।

(দ্য রিপোর্ট/এনপিএস/ফেব্রুয়ারি ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর