thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

নখের হলদেটেভাব দূর করতে ঘরোয়া টোটকা

২০১৭ ফেব্রুয়ারি ২৬ ১৪:০৩:৫৬
নখের হলদেটেভাব দূর করতে ঘরোয়া টোটকা

দ্য রিপোর্ট ডেস্ক : নখের হলদেভাব হাতের সৌন্দর্যটাই নষ্ট করে দেয়। নখের রং বদলে যাওয়া সাধারণ একটা সমস্যা। বিশেষ করে যেসব নারীদের বাড়ির কাজকর্ম, অর্থাৎ রান্নাবান্না এবং ঘর পরিষ্কার ইত্যাদি করতে হয়।

তাছাড়া, খাবারের তেল, মশলা ও হলদু লেগেও নখের নিজস্ব রং হারিয়ে যায়। কীভাবে নখের দাগছোপ দূর করতে পারবেন, রইল তারই কয়েকটি ঘরোয়া টোটকা -

১) লেবুর রস দিয়ে নখের সব দাগছোপ পরিষ্কার হয়ে যাবে। একটি বাটিতে লেবুর রস নিয়ে নখ চুবিয়ে রাখুন কিছুক্ষণ। কয়েক মিনিটের মধ্যে পার্থক্যটা লক্ষ্য করতে পারবেন।

২) পারক্সাইডযুক্ত টুথপেস্ট নখের উপর ঘষে নিন পুরনো টুথব্রাশ দিয়ে। সপ্তাহে কয়েকবার এটির ব্যবহারে নখ ঝকঝকে পরিষ্কার হবে।

৩) প্যাসচুরাইজড দুধ নখ পরিষ্কার করতে ভালো কাজ দেয়। নখের হলদেভাব দূর করে সহজেই। বাটিতে সামান্য দুধ নিয়ে তাতে নখ চুবিয়ে রাখুন কিছুক্ষণ। কয়েক সপ্তাহ এটি ব্যবহার করলে জেদি দাগ দূর হবে।

৪) প্রত্যেকদিন বাড়ির কাজকর্ম সেরে টুথব্রাশ দিয়ে নখ ঘষে নেবেন। তাতে নখে দাগ বসবে না।

৫) তুলোতে করে সামান্য হাইড্রোজেন পারক্সাইড নখের উপর লাগিয়ে নিন। নিয়মিত এটির ব্যবহারে নখের দাগছোপ দূর হবে এবং উজ্জ্বল দেখাবে।

(দ্য রিপোর্ট/এফএস/ফেব্রুয়ারি ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর