thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

২০১৭ ফেব্রুয়ারি ২৬ ১৬:৩২:৩৫
দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর-ঢাকা মহাসড়কে ফুলবাড়ীর লক্ষ্মীপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পরে পথচারীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছে আরও ২৫ জন। রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পথচারী ফুলবাড়ীর খয়েরবাড়ী ইউপির মহেশপুর গ্রামের মৃত কুমুদচন্দ্রের ছেলে হোটেল ব্যবসায়ী পরশুরাম (৫৫), অপরজন বাসের হেলপার শাহ আলম (১৭)। সে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের ভগবতীপুর এলাকার ওয়াবুলের ছেলে।

আহতরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার তপনহাট পানপাড়া গ্রামের পূর্ণচন্দ্রের ছেলে মণীষচন্দ্র (৩৫), নাটোর সিংড়া উপজেলার মহেশপুর গ্রামের মৃত বিষয় প্রামাণিকের ছেলে রেজাউল প্রামাণিক (৪৫), চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর গ্রামের রজনীকান্তের ছেলে নির্মল রায় (৫০), নাটোর সিংড়া উপজেলার ভবানীপাড়া গ্রামের জাইদুল হোসেনের ছেলে আনারুল (৪৬), ফুলবাড়ী উপজেলার জামগ্রাম আজিবুল হকের ছেলে বুলবুল (৩৫), একই উপজেলার বারাইপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে ইয়াছিন (৫২), জয়নগর মহেশপুর গ্রামের প্রতাপচন্দ্রের স্ত্রী আরতী রানী (৪৮), একই এলাকার গৌতমচন্দ্রের স্ত্রী অ্যাঞ্জেলা রানী (২৫), নারায়ণচন্দ্রের স্ত্রী গোলাপী রানী (৩০), নারায়ণচন্দ্রের শিশুকন্যা মল্লিকা রানীসহ (০৪) ২৫ জন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রীবাহী বাস ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর বাজারের নিকট মহেশপুর পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী হোটেল ব্যবসায়ীসহ বাসের হেলপার বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত হয় ২৫ জন। আহতদেরকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/ফেব্রুয়ারি ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর