thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় মুশফিক

২০১৭ ফেব্রুয়ারি ২৬ ১৭:১০:৪১
সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় মুশফিক

দ্য রিপোর্ট ডেস্ক : খুব বেশি সুখকর নয় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট পরিসংখ্যান। দুই দেশের মধ্যে যত (১৬ টি) টেস্ট অনুষ্ঠিত হয়েছে তার সবটিতেই প্রায় জয় তুলে নিয়েছে লঙ্কানরা। আর বাংলাদেশের ঝুঁলিতে অর্জনের মধ্যে আছে মাত্র দুইটি টেস্ট ড্র। এবার অবশ্য সুযোগ কাজে লাগিয়ে জয় তুলে নেয়ার অপেক্ষায় রয়েছে টাইগার বাহিনী, এমনটিই জানিয়েছেন বাংলাদেশের সাদা পোশাকের অধিনায়ক মুশফিকুর রহিম। সঙ্গে স্মরনীয় করে রাখতে চান শততম টেস্টের মাইলফলক স্পর্শ করার দিনটিও।

২৭ ফেব্রুয়ারি পূর্নাঙ্গ সফরে শ্রীলঙ্কা যাওয়ার আগেরদিন রবিবার (২৬ ফেব্রুয়ারি) অুনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। সফর নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।

আগের তুলনায় বর্তমান ক্রিকেটে অনেকটা পরিণত টিম বাংলাদেশের এবারের সফরটি একটা বড় সুযোগ কিনা? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মুশফিক বলেছেন, ‘সুযোগ তো অবশ্যই। প্রতিটি সিরিজেই নতুন করে সুযোগ থাকে সবার জন্য। ওদের সেরা ক্রিকেটাররা এখন নেই। নিয়মিত অধিনায়ক ম্যাথুসও নেই। তবুও ভুললে চলবে না এটা তাদের ঘরের মাঠে খেলা। আমরাও জানি বাংলাদেশ দল আগের চেয়েও অনেক পরিণত। অনেক ভালো ক্রিকেট খেলছি আমরা। সেদিক দিয়ে একটা সুযোগ তো অবশ্যই। আমরা আমাদের কতটা সেরাটা দিতে পারছি সেটার ওপর নির্ভর করছে সবকিছু।’

অধিনায়ক হিসেবে অবশ্য বেশ আত্মবিশ্বাসী মুশফিক। নিজেদের বোলিং আক্রমণকে অনভিজ্ঞ বললেও এঁদের দিয়েই ম্যাচ জয়ের ব্যাপারে আশা রয়েছে তাঁর। এ প্রসঙ্গে মুশফিক বলেছেন, ‘আমাদের বোলাররা অনভিজ্ঞ। যত খেলবে তত শিখবে। তারা কিন্তু অনেক সুযোগ তৈরি করছে। সেগুলো কাজে লাগাতে না পারলে ভালো করা কঠিন। তবে আমার বিশ্বাস আছে, বোলিং আক্রমণ এবার ভালো হবে। অধিনায়ক হিসেবে বলব, শক্তিশালী বোলিং আক্রমণ নিয়েই যাচ্ছি। মুস্তাফিজ-মিরাজ-সাকিব সেরাটা দিতে পারলে যেকোনো ব্যাটসম্যানের জন্য কঠিন হবে। যে বোলিং আক্রমণ এবার যাচ্ছে, আমি আশাবাদী। সব সুযোগ কাজে লাগাতে পারলে ফল আমাদের পক্ষে আসবে। ২০ উইকেট নেওয়া অবশ্যই সম্ভব।’

এই সফরেই শততম টেস্টের মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশ। যেটি অনুষ্ঠিত হবে পি সারা ওভালে। ঐতিহাসিক এই টেস্ট নিয়ে সংবাদ সম্মেলনে বেশ রোমাঞ্চ প্রকাশ করেছেন মুশফিক। তিনি বলেছেন, ‘এটা একটা মাইলফলক। শততম টেস্ট শুধু আমার জন্য নয়, পুরো জাতির বড় অর্জন। এটা মাথায় রেখে কিছু লক্ষ্য ঠিক করব এবং সেটা অর্জনের চেষ্টা করব, যেটা দেশের সম্মান বয়ে আনবে।’

এদিকে, ইদানীং উইকেট কিপিং নিয়ে বেশ সমালোচনার মুখোমুখি হচ্ছেন দলের নির্ভরযোগ্য এই ক্রিকেটার। এমনকি প্রশ্ন উঠছে, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তাঁর কিছু ভুল ম্যাচের গতিই পাল্টে দিয়েছে। তবে এসব নিয়ে একদমই ভাবছেন না মুশফিক। বরং এই উইকেট কিপিংকেই উপভোগ করেন তিনি। তবে, দলের সিদ্ধান্ত মেনে নিয়েই সবকিছু করার পাশাপাশি প্রয়োজনে বোলিং করতে চান এই অলরাউন্ডার। এ প্রসঙ্গে মুশফিক বলেছেন, ‘(কিপিং)উপভোগ করি তো অবশ্যই। আমার তো বোলিংও করতে ইচ্ছে করে, তাতে যদি দলের আরেকটু কাজে দেয়। এটা সিদ্ধান্ত নেবে কোচ, টিম ম্যানেজমেন্ট ও বিসিবি। তারা যা ভালো মনে করবে, সেটাই করবে। আমার চিন্তা করতে হবে দলে কোনটাতে বেশি অবদান রাখতে পারি। আমি মনে করি, ব্যাটসম্যান ও উইকেটকিপার হিসেবে আমি দলে অবদান রাখছি।’

(দ্য রিপোর্ট/এজে/ফেব্রুয়ারি ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর