thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

বিদেশি ভাষার চলচ্চিত্রে অস্কার পেল ইরান

২০১৭ ফেব্রুয়ারি ২৭ ১২:১৮:০৩
বিদেশি ভাষার চলচ্চিত্রে অস্কার পেল ইরান

দ্য রিপোর্ট ডেস্ক : এবারের ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডে বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ইরান। নির্মাতা আসগর ফারহাদির ‘দ্য সেলসম্যান’ জিতে নিয়েছে এ পুরস্কার।

ধর্ম ও জাতীয়তার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয় আসগর ফারহাদিকে। ইরানসহ ৭টি মুসলিম দেশের নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার কারণে ফারহাদি অস্কার অনুষ্ঠানে অংশ নেননি। অবশেষে তার হাতেই গেল অস্কারের পুরস্কার!

ফারহাদির অনুপস্থিতিতে তার পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য পড়ে শোনান আনুশেহ আনসারি। সেখানে তিনি বলেন, ‘আমার অনুপস্থিতি আমার জাতি এবং অন্য সাতটি দেশের অভিবাসীদের ওপর অমানবিকভাবে চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞার প্রতিবাদ।’

এর আগে ২০১৪ সালে নির্মিত ‘দ্য সেপারেশন’-এর জন্য প্রথমবার অস্কার জিতেছিলেন আসগার ফারহাদি।

প্রতিবছরই অস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগটি নিয়ে সিনেমাপ্রেমীদের দারুণ আগ্রহ থাকে। এবার নানা কারণে উত্তেজনাটা ছিল বরং আরও বেশি।

‘দ্য সেলসম্যানের’ সঙ্গে মনোনয়নের লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে ছিল ডেনমার্কের ‘ল্যান্ড অব মাইন’, সুইডেনের ‘আ ম্যান কলড উভা’, অস্ট্রেলিয়ার ‘ট্যানা’ ও জার্মানির ‘টনি আর্ডমান’।

(দ্য রিপোর্ট/এম/এমকে/এনআই/ফেব্রুয়ারি ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর