thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

২০১৭ ফেব্রুয়ারি ২৭ ১৯:৪৩:৩৯
বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বুড়িগঙ্গা নদীর তীরের সদরঘাটস্থ ওয়াইজঘাট এবং কেরাণীগঞ্জের আগানগরের অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ করা হয়েছে। বিআইডব্লিউটিএ’র নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

বিআইডব্লিউটিএ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উচ্ছেদ অভিযানকালে ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. গুলজার আলী, উপ-পরিচালক শহিদ উল্লাহ, সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান ও সুপার ভাইজার মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ আনসার সদস্য, পোর্টার ও নৌ-পুলিশের সহযোগিতায় দক্ষ লেবার ও এসকেভেটরের সাহায্যে ওয়াইজঘাট ও আগানগর এলাকার নদীর তীরে এ সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, অবৈধ স্থাপনা নিয়মিতভাবে উচ্ছেদ করা হয়। অবৈধ দখলদাররা রাতের আধাঁরে স্থাপনা তৈরি করে। দিনের বেলায় উচ্ছেদকালীন সময়ে এসব অবৈধ দখলকারীদের দেখা মেলেনা। নদীর দুই পাড়ে পাকা দেওয়াল থাকলে অবৈধ দখলকারীরা স্থাপনা তৈরি করতে পারবে না বলে তারা মত প্রকাশ করেন।

(দ্য রিপোর্ট/এমএম/জেডটি/ফেব্রুয়ারি ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর