thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

বরিশালে ৬৩ হাজার মিটার জাল জব্দ

২০১৭ মার্চ ১৬ ২১:৩৫:৩৭
বরিশালে ৬৩ হাজার মিটার জাল জব্দ

বরিশাল অফিস : বরিশালে মেঘনার মোহনাসহ বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৬৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে নৌ বাহিনী।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল থেকে অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়। পরে বরিশাল রসুলপুরে কোস্টগার্ড স্টেশনে এনে সন্ধ্যা ৭টায় পোড়ানো হয়। যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেওয়া বাংশাদেশ নৌ বাহিনীর জাহাজ পদ্মার সাব লেফটেন্যান্ট তাকিম জানান, বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনার মোহনায় বিভিন্ন নদীতে অভিযান চালায় নৌ বাহিনীর একটি দল। এ সময় হিজলা, পাতারহাট, আড়িয়ালখাঁ, ইলিশা নদীতে অভিযান চালানো হয়। দিনভর অভিযানে ৬২ হাজার ৫’শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য সাড়ে ১২ লাখ টাকা ও ৭০০ মিটার বেহেন্দি জাল জব্দ করা হয় যার বাজার মূল্য ৭০ হাজার টাকা।

তিনি আরও বলেন, এই জাল বরিশালে কোস্টগার্ডের রসুলপুর স্টেশনে এনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোড়ানো হয়।

(দ্য রিপোর্ট/এমএইচএ/মার্চ ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর