thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে বাজেট বিষয়ক সেমিনার

২০১৭ মার্চ ২০ ২০:৩০:১১
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে বাজেট বিষয়ক সেমিনার

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস-এর উদ্যোগে ‘গভর্নমেন্ট বাজেটিং প্রাকটিসেস ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আইকিউএসি কনফারেন্স হলে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপি বাংলাদেশ-এর ইনক্লুসিভ বাজেটিং এ্যন্ড ফাইন্যান্সিং ফর ক্লাইমেট রিসাইলেন্স (অইবিএফসিআর)-এর প্রজেক্ট ম্যানেজার ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব রঞ্জিতকুমার চক্রবর্তী। সেমিনারে সভাপতিত্ব করেন স্কুল অব বিজনেস-এর ডিন প্রফেসর ড. এ এইচ এম হাবিবুর রহমান।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম আশরাফুল হক এবং রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা। এছাড়াও সেমিনারে বিশ্ববিদ্যালয়টির স্কুল অব বিজনেস-এর এমবিএ-এর প্রোগ্রাম ডিরেক্টর এম জিল্লুর রহমান, বিবিএ-এর প্রোগ্রাম ডিরেক্টর ড. মোহাম্মদ নজরুল ইসলাম, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/কেআই/এপি/মার্চ ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর