thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

সর্বোচ্চ অবস্থানে ডিএসইর ডিএসইএক্স সূচক

২০১৭ মার্চ ২২ ১৫:১৫:১৯
সর্বোচ্চ অবস্থানে ডিএসইর ডিএসইএক্স সূচক

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স। বুধবারের লেনদেনে সূচকটি এ অবস্থানে উঠে এসেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিন ডিএসইর মূল্যসূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৫৭৩৬ পয়েন্টে। যা ডিএসইএক্স সূচকের যাত্রার বা ৪ বছর ২ মাসের মধ্যে সর্বোচ্চ। এই সূচকের গণনা শুরু হয়েছিল ২০১৩ সালের ২৭ জানুয়ারি।

বুধবার ডিএসইতে ১ হাজার ২৯০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন ছিল ১ হাজার ২৬৩ কোটি টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৭ কোটি ৩৮ লাখ টাকার বা ২ শতাংশ।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে ১৪১টি বা ৪২.৮৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৩৯টি বা ৪২.২৫ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি বা ১৪.৮৯ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এদিন কোম্পানির ৪৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা এবি ব্যাংকের ৪৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক।

লেনদেনে এরপর রয়েছে- ইসলামি ব্যাংক, ওয়ান ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আইএফআইসি ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৭৯১ পয়েন্টে। বাজারটিতে ৮১ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৬৭টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তীত রয়েছে ৩১টির।

এর আগেরদিন সিএসইর সিএসসিএক্স মূল্যসূচক ৫০ পয়েন্ট বেড়েছিল। আর ৯৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।


(দ্য রিপোর্ট/আরএ/মার্চ ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর