thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

গোপালগঞ্জে স্নানোৎসবে পদদলিত হয়ে নিহত ১

২০১৭ মার্চ ২৬ ১৪:৩০:৩২
গোপালগঞ্জে স্নানোৎসবে পদদলিত হয়ে নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুরের ২০৬তম স্নানোৎসবে পদদলিত হয়ে সতিশ চন্দ্র মধু (৫০) নামে এক পুণ্যার্থী নিহত হয়েছেন।

রবিবার সকাল ৯টার দিকে স্নানোৎসবে অংশ নিতে যাওয়ার সময় ঠাকুর বাড়ির সামনে ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। সে জেলার কোটালীপাড়া উপজেলার কান্দি গ্রামের চণ্ডি চরণ মধুর ছেলে।

গোপালগঞ্জের কাশিয়ানী থানার ওসি একেএম আলীনুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, গতকাল শনিবার বেলা ১১টা থেকে ওড়াকান্দি ঠাকুর বাড়িতে হরিচাঁদ ঠাকুরের ২০৬তম জন্ম তিথির স্নানোৎসব চলছে। রবিবার এ স্নানোৎসব শেষ হবে। ওই স্নানোৎসবে অংশ নিতে ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় ধাক্কাধাক্কিতে সতিশ চন্দ্র পড়ে যান। তখন অন্য পুণ্যার্থীদের পদদলিত হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে তার সঙ্গের পুণ্যার্থীরা তার লাশ নিয়ে গ্রামের বাড়ি কান্দিতে চলে যায়।

প্রসঙ্গত, ২০০৫ সালে এই স্নানোৎসব যোগ দিতে এসে পদদলিত হয়ে ৭ পুণ্যার্থী নিহত ও আরও অন্তত ৫০ জন আহত হয়েছিলেন।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/মার্চ ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর