thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

দাম বাড়ার কারণ নেই এমআই সিমেন্টের

২০১৭ মার্চ ২৮ ১২:৪০:৪৬
দাম বাড়ার কারণ নেই এমআই সিমেন্টের

দ্য রিপোর্ট প্রতিবেদক : গত নয় কার্যদিবসে প্রায় ২০ টাকা দাম বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রতিষ্ঠান এমআই সিমেন্টেরশেয়ারের দাম। তবে এ দাম বাড়ার পেছনে কোন মূল্য সংবেদশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ মার্চ) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, সোমবার (২৮ মার্চ) ডিএসই থেকে এমআই সিমেন্ট কোম্পানি কর্তৃপক্ষের কাছে প্রতিষ্ঠানটির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানতে চাওয়া হয়। এর প্রেক্ষিতে মঙ্গলবার কোম্পানিটি জানিয়েছে তাদের কাছে অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ থেকে কোম্পানির শেয়ারের দাম টানা বেড়েছে। ১৩ মার্চ কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৮৩ টাকা ৩০ পয়সা। যা টানা বেড়ে ২৩ মার্চ ১০২ টাকা ২০ পয়সায় পৌঁছে যায়। ২৭ মার্চ লেনদেন শেষে প্রতিষ্ঠানটির শেয়ার দাম দাঁড়ায় ১০১ টায়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার ১০৫ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএ/এনআই/২৮ মার্চ ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর