thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩১ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

ঢামেক ছাত্রলীগের সংঘর্ষ ছাত্রদের হল ত্যাগের নির্দেশ

২০১৭ মার্চ ২৮ ১৯:৩৭:৫৯
ঢামেক ছাত্রলীগের সংঘর্ষ ছাত্রদের হল ত্যাগের নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।

ঢামেকের অধ্যক্ষ ডা. মুহাম্মদ ইসমাইল খান জানান, কলেজের সাধারণ ছাত্রদের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমরা শিক্ষকরা একাডেমিকভাবে বসেছি এবং হল পরিদর্শন করেছি। ছাত্রদের নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার মধ্যে সকল ছাত্রকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

মেডিকেল সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ মার্চ) ঢামেক হাসপাতালের কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি আকাশ এবং সাধারণ সম্পাদক রায়হান গ্রুপের মধ্যে সকাল থেকে উত্তেজনা বিরাজ করছিল। পরে বিকেলের দিকে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মুনতাসির এবং হাসানুল ইসলামসহ ৫ জন আহত হয়। ঘটনাকে কেন্দ্র করে কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি আকাশের সাথে কথা বললেও এ বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/এনআই/মার্চ ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর