thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

সোয়াট এলে জঙ্গি আস্তানায় অভিযান

মৌলভীবাজারে দুই এলাকায় ১৪৪ ধারা

২০১৭ মার্চ ২৯ ১৭:২০:৪৩
মৌলভীবাজারে দুই এলাকায় ১৪৪ ধারা

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকার ৬ নম্বর ওয়ার্ড ও এর পার্শ্ববর্তী এলাকা এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুরে নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে জঙ্গি আস্তানায় অভিযানের জন্য সোয়াটের অপেক্ষায় রয়েছে পুলিশ। সোয়াট টিম এলেই চূড়ান্ত অভিযান শুরু হবে বলে জানান পুলিশের এক কর্মকর্তা। পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান অপারেশনের সমন্বয় করছেন।

শহরে মাইকিং করে দেওয়া হচ্ছে এ ঘোষণা। একইসঙ্গে সবাইকে নিরাপদে থাকতে বলা হচ্ছে।

দুই এলাকার দুই কিলোমিটার পর্যন্ত এ ঘোষণার আওতায় থাকছে বলে জানান মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মোহম্মদ মাহবুবুর রহমান।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌলভীবাজার পৌরসভা এলাকার বড়হাট এলাকার ৬ নম্বর ওয়ার্ড সম্পূর্ণ এবং কুসুমবাগ এলাকা থেকে উপজেলা পরিষদ কমপ্লেক্স পর্যন্ত ও মৌলভীবাজার সদর উপজেলায় ১ নম্বর খলিলপুর ইউনিয়ন পরিষদ ভবনের চারপাশের ব্যাসার্ধের মধ্যে আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সদস্য এবং অভিযানে নিয়োজিত সদস্য ব্যতীত দুই বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা ও জটলা নিষিদ্ধ ঘোষণা করা হলো।

অন্যদিকে সোয়াট বাহিনীর অপেক্ষায় রয়েছে পুলিশ। বড়হাটের জঙ্গি আস্তানায় গেছে পৌরসভার গাড়ি। এতে রয়েছে দেওয়াল ভাঙার সক্রিয় যন্ত্র, মই, ক্রেন ও শক্তিশালী সার্চ লাইট।

সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা থেকে রওনা দেওয়া সোয়াট সদস্যদের কমান্ডো অভিযানে সহায়তা করা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদামতো পৌরসভা এসব সরঞ্জাম সরবরাহ করেছে।

পুলিশ সূত্রের দেওয়া তথ্য মতে, সিলেটের আতিয়া মহলের অভিজ্ঞতা থেকে মৌলভীবাজারের জঙ্গি আস্তানার অভিযানের পরিকল্পনা সাজানো হচ্ছে। ঢাকা থেকে সার্বক্ষণিক তদারকি ও নির্দেশনা আসছে করণীয় সম্পর্কে। মাঠে রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, এন্টি টেরোরিজম ইউনিটসহ পুলিশের সব ইউনিট।

(দ্য রিপোর্ট/এপি/মার্চ ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর