thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

রাশিয়ার পাতাল রেলে হামলাকারী ‘এশিয়ান’

২০১৭ এপ্রিল ০৪ ০৯:১৬:২৫
রাশিয়ার পাতাল রেলে হামলাকারী ‘এশিয়ান’

দ্য রিপোর্ট ডেস্ক : রাশিয়াতে পাতাল রেলে বিস্ফোরণে ১১ জনের মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তি মধ্য এশিয়ান বংশোদ্ভূত বলে জানাচ্ছে রাশিয়ার স্থানীয় গণমাধ্যম। এটি আত্মঘাতী হামলা হতে পারে মনে করা হচ্ছে।

সন্দেহভাজন হামলাকারী ২৩ বছরের তরুণ উগ্রপন্থী ইসলামের মতধারার সাথে সম্পৃক্ত ছিলো বলে জানাচ্ছে রাশিয়ার অন্যতম গণমাধ্যম ইন্টারফ্যাক্স।

বিবিসির খবরে বলা হয়, এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে মনে করছে রাশিয়ার কর্তৃপক্ষ। তবে কারা তার সাথে জড়িত থাকতে পারে সেনিয়ে রাশিয়ার সরকার খুব সতর্কভাবে মন্তব্য করছে। স্থানীয় গণমাধ্যমে অবশ্য হামলাকারী সম্পর্কে কিছু তথ্য আসতে শুরু করেছে।

হামলাকারীর দেহাবশেষ শনাক্ত করা সম্ভব হয়েছে এবং একজন নারীও এই হামলায় জড়িত থাকতে পারে বলে স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের দুটো পাতাল রেল স্টেশনের মাঝামাঝি জায়গায় একটি ট্রেনে বিস্ফোরণে এখন পর্যন্ত ১১ জন মারা গেছে। এছাড়া আহত হয়েছে অন্তত ৪৫ জন।

হামলার শিকার হওয়া দুটো স্টেশনই শহরের কেন্দ্রে অবস্থিত। এই ঘটনায় সেন্ট পিটার্সবার্গ শহরে তিন দিনের শোক পালন করা হচ্ছে। রাশিয়ার এই ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা।

তবে এই ঘটনার ব্যাপক প্রতিক্রিয়া পড়েছে সেন্ট পিটার্সবার্গ শহরের সাধারণ মানুষজনের ওপর কারণ এমন ঘটনা সেখানে খুবই বিরল।

বিস্ফোরণস্থল পরিদর্শন করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে ফুল নিবেদন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ঘটনাস্থলে ফুল হাতে যাচ্ছেন শহরের হাজারো বাসিন্দা।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/এপ্রিল ০৪, ২০১৭)

রাশিয়ার পাতাল রেলে হামলাকারী ‘এশিয়ান

দ্য রিপোর্ট ডেস্ক : রাশিয়াতে পাতাল রেলে বিস্ফোরণে ১১ জনের মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তি মধ্য এশিয়ান বংশোদ্ভূত বলে জানাচ্ছে রাশিয়ার স্থানীয় গণমাধ্যম। এটি আত্মঘাতী হামলা হতে পারে মনে করা হচ্ছে।

সন্দেহভাজন হামলাকারী ২৩ বছর তরুণ উগ্রপন্থী ইসলামের মতধারার সাথে সম্পৃক্ত ছিলো বলে জানাচ্ছে রাশিয়ার অন্যতম গণমাধ্যম ইন্টারফেক্স।

বিবিসির খবরে বলা হয়, এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে মনে করছে রাশিয়ার কর্তৃপক্ষ। তবে কারা তার সাথে জড়িত থাকতে পারে সেনিয়ে রাশিয়ার সরকার খুব সতর্কভাবে মন্তব্য করছে। স্থানীয় গণমাধ্যমে অবশ্য হামলাকারী সম্পর্কে কিছু তথ্য আসতে শুরু করেছে।

হামলাকারীর দেহাবশেষ শনাক্ত করা সম্ভব হয়েছে এবং একজন নারীও এই হামলায় জড়িত থাকতে পারে বলে স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের দুটো পাতাল রেল স্টেশনের মাঝামাঝি জায়গায় একটি ট্রেনে বিস্ফোরণে এখন পর্যন্ত ১১ জন মারা গেছে। এছাড়া আহত হয়েছে অন্তত ৪৫ জন।

হামলার শিকার হওয়া দুটো স্টেশনই শহরের কেন্দ্রে অবস্থিত। এই ঘটনায় সেন্ট পিটার্সবার্গ শহরে তিন দিনের শোক পালন করা হচ্ছে। রাশিয়ার এই ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা।

তবে এই ঘটনার ব্যাপক প্রতিক্রিয়া পড়েছে সেন্ট পিটার্সবার্গ শহরের সাধারণ মানুষজনের ওপর কারণ এমন ঘটনা সেখানে খুবই বিরল।

বিস্ফোরণস্থল পরিদর্শন করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে ফুল নিবেদন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ঘটনাস্থলে ফুল হাতে যাচ্ছেন শহরের হাজারো বাসিন্দা।

(দ্য রিপোর্ট/এআরই/এপ্রিল ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর