thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন প্রচুর লবিং’

২০১৭ এপ্রিল ১০ ১০:২০:০৩
‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন প্রচুর লবিং’

দ্য রিপোর্ট ডেস্ক : ‘বিগ বস’ বাংলার দ্বিতীয় সিজন মাতিয়ে রেখেছিলেন তিনি। সে সময় প্রায় টানা তিন মাস টেলিভিশন খুললেই ‘বিগ বস’-এর বাড়িতে তাকে দেখতেন দর্শক। ফের টিভিতে ফিরছেন তিনি। তার নাম ‘ঋ’। ব্যক্তিজীবন আর পেশাগত জীবন- সব কিছুতেই ‘ঋ’ ব্যতিক্রমী।

প্রায় আট বছর পরে টেলিভিশনের পর্দায় ফিরছেন তিনি। ‘রূপকথা’ নামের ধারাবাহিকে দেখা যাবে তাকে। এটি মূলত শিশুতোষ ধারবাহিক নাটক। এক ক্ষমতালোভী রানির চরিত্রে দেখা যাবে ঋ-কে। ‌চোখের সামনে যার রাজত্ব চলে যাবে। রাজত্ব ফিরিয়ে আনার জন্য সেই রানি যা খুশি করতে পারেন।

হঠাৎ এমন কাল্পনিক গল্পকে কামব্যাকের জন্য বেছে নিলেন কেন? ঋ বললেন, ‘এই ধরনের কাজ আগে কখনও করিনি। অভিনয়ের ধরনটা একদম আলাদা। প্রথম দিন গিয়ে শুটিং করতে পারিনি আমি। বলেছিলাম, ওয়ার্কশপ করব। এখন দেবরঞ্জন নাগের কাছে সেটাই করছি। খুব পাওয়ারলফুল, স্ট্রং ক্যারেক্টার। কামব্যাকের জন্য এমন সুপার ন্যাচরাল পাওয়ার তো ভালই।’

সত্যিই কি তাই? বড় পর্দায় কামব্যাক হলে এক্সপোজার আরও ভাল হত না? ঋ-র ঝটপট উত্তর- ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন প্রচুর লবিং। কেউ নিজের গ্রুপ ছাড়া কাজ করতেই চান না। ফলে আমার সেখানে মুশকিল। আর এখন টেলিভিশন একই রকম শক্তিশালী মাধ্যম। চরিত্রটাও ভাল। এটাও তো দারুণ কামব্যাক।’

কলকাতার একটি বেসরকারি চ্যানেলে আগামী মাস থেকেই শুরু হবে ‘রূপকথা’র সম্প্রচার। ‘ঋ’ ছাড়াও অন্য একটি প্রধান চরিত্রে দেখা যাবে মৈনাককে।

(দ্য রিপোর্ট/পিএস/এনআই/এপ্রিল ১০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর