thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

সোমবার মানববন্ধন করবে জবির শিক্ষক-শিক্ষার্থীরা

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ২২:২৩:১৯
সোমবার মানববন্ধন করবে জবির শিক্ষক-শিক্ষার্থীরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সোমবার জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করবে শিক্ষক-শিক্ষার্থীরা।

রবিবার বিকেলে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার পরবর্তী কর্মসূচি জানিয়ে হল উদ্ধার আন্দোলনের সমন্বয়ক শরীফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে মিলিত হবে। পরে মানববন্ধনের উদ্দেশে প্রেস ক্লাব অভিমুখে পদযাত্রা করবে তারা।’

এদিকে একই কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দিনভর কালো ব্যাজ ধারণও করবেন তারা।

এদিকে বেদখল হল উদ্ধারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তর, নতুন হল নির্মাণ ও শিক্ষকদের আবাসন ব্যবস্থা নিশ্চিতের দাবিও জানান তারা। শিক্ষক সমিতির কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের সংগঠন নীল দলও।

এ ছাড়া সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করবে ছাত্র অধিকার আন্দোলন মঞ্চ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আলামিন মাহাদী বলেন, ‘ছাত্র অধিকার আন্দোলন মঞ্চের ব্যানারে আমরা আন্দোলন চালিয়ে যাব।’

(দ্য রিপোর্ট/এলআরএস/এনডিএস/এএল/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর