thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৫ মে ২০১৮, ১১ জ্যৈষ্ঠ ১৪২৫,  ৮ রমজান ১৪৩৯

মা হতে যাচ্ছেন সেরেনা উইলিয়ামস

২০১৭ এপ্রিল ২০ ১৫:১৫:৪৭
মা হতে যাচ্ছেন সেরেনা উইলিয়ামস

দ্য রিপোর্ট ডেস্ক : মা হতে যাচ্ছেন এ মুহূর্তে বিশ্বের দ্বিতীয় সেরা টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। তার প্রতিনিধি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন যে আসছে শরতেই নতুন অতিথির আলোয় আলোকিত হবে তার ঘর। বিবিসির এক প্রতিবেদনে খবরটি প্রকাশ করা হয়েছে।

এর আগে অবশ্য একটি টুইট বার্তাকে ঘিরে গুঞ্জন ছড়িয়ে পড়েছিলো, শুরু হয়েছিলো নানা আলোচনা। কারণ টুইটারে ওই বার্তায় তিনি এখন গর্ভবতী এমন ইংগিত দিয়েছেন বলে মনে করা হচ্ছিলো।

এতে তিনি নিজের একটি ছবিতে লিখেছেন ২০ সপ্তাহ। যদিও পরে কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে ফেলেন তিনি। কিন্তু ততক্ষণে সে নিয়ে সরগরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগের মাধ্যম।

যদি সত্যিই সেরেনা উইলিয়ামস ২০ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়ে থাকেন তার অর্থ হলো তিনি জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন গর্ভবতী অবস্থায়।

আর গর্ভবতী হওয়ার কারণে সামনের অন্তত তিনটি টুর্নামেন্টে তার খেলা হবে না। এগুলো হলো ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন। এ পর্যন্ত সবমিলিয়ে রেকর্ড ২৩টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন সেরিনা উইলিয়ামস।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/এপ্রিল ২০, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

টেনিস এর সর্বশেষ খবর

টেনিস - এর সব খবররে