thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৫ মার্চ 24, ১ চৈত্র ১৪৩০,  ৫ রমজান 1445

সরকারি হচ্ছে ৬০ জেলার ২৮৫ কলেজ

২০১৭ এপ্রিল ২৩ ২০:৩৮:২০
সরকারি হচ্ছে ৬০ জেলার ২৮৫ কলেজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের ৬০ জেলার ২৮৫টি কলেজ সরকারি করার জন্য চূড়ান্ত করেছে সরকার।

বেসরকারি কলেজ সরকারিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ২৮৫টি কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের কাছে নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।

সম্পত্তি সরকারের (শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব) কাছে হস্তান্তরের জন্য রেজিস্ট্রি করা দানপত্র দলিল (ডিড অব গিফট) জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক, সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছে এ চিঠি দেওয়া হয়েছে।

চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটেও (http://shed.portal.gov.bd/) দেওয়া আছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, যে সব উপজেলায় সরকারি কলেজ নেই, সেগুলোতে একটি করে কলেজ সরকারি করার পরিকল্পনা রয়েছে সরকারের। সে অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরকে কলেজগুলো পরিদর্শন করে প্রতিবেদন দিতে বলা হয়। মাউশি এজন্য অনেকগুলো পরিদর্শন টিমও গঠন করেছিল।

চূড়ান্ত হওয়া কলেজগুলোর তালিকা

(দ্য রিপোর্ট/আরএমএম/জেডটি/এপ্রিল ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর