thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

জাতীয় আইনগত সহায়তা দিবস শুক্রবার

২০১৭ এপ্রিল ২৬ ২০:১৬:২৫
জাতীয় আইনগত সহায়তা দিবস শুক্রবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : আর্থিকভাবে অস্বচ্ছল বিচারপ্রার্থীদের সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করতে শুক্রবার (২৮ এপ্রিল) দেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হবে। এবার দিবসটির প্রতিপাদ্য- বিরোধ হলে শুধু মামলা নয়/লিগ্যাল এইড অফিসে আপোষও হয়।

সচিবালয়ে বুধবার (২৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে দিবস পালনের বিভিন্ন দিক তুলে ধরেন আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রী আনিসুল হক।

পঞ্চমবারের মত দিবসটি পালন করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘শুক্রবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এছাড়া, তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সেবার বার্তা পৌঁছে দেওয়ার জন্য সারাদেশে লিগ্যাল এইড র‌্যালি, মেলা, পথ নাটিকা, টক-শো, গোলটেবিল বৈঠক, সভা-সেমিনার, মাইকিং ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে আইন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

আনিসুল হক বলেন, ‘আর্থিকভাবে অস্বচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা দিতে আইনগত সহায়তা প্রদান আইন-২০০০ প্রণীত হয়। গঠন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা।’

আইনমন্ত্রী বলেন, ‘আইনি সহায়তা কার্যক্রমকে গতিশীল ও সেবাবান্ধব করতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আওতায় প্রত্যেক জেলায় জেলা লিগ্যাল এইড অফিস স্থাপনসহ বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চৌকি আদালত এবং শ্রম আদালতে লিগ্যাল এইডের কার্যক্রম চালু করা হয়েছে। সিনিয়র সহকারী জজ বা সহকারী জজ পদমর্যাদার অফিসারকে জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’

জেলা লিগ্যাল এইড অফিসগুলোকে এখন শুধু আইনি সহায়তা কেন্দ্র হিসেবে সীমাবদ্ধ রাখা হয়নি। মামলা জট কমাতে এ অফিসগুলোকে এডিআর কর্ণার বা বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানান তিনি।

আনিসুল হক বলেন, ‘সরকারি আইনি সেবা আরও বিস্তৃত ও সহজ করতে টোল ফ্রি জাতীয় হেল্পলাইন ১৬৪৩০ চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা নিতে পারছেন।’

২০০৯ থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত মোট ২ লাখ ৩১ হাজার ৬২৬ জনকে সরকারি আইনি সেবা দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘২০১২-২০১৭ পর্যন্ত এক লাখ ৬৬ হাজার ৩৩৯ জনকে মামলায় আর্থিক সহায়তা, কারাগারে আটককৃত ৪০ হাজার ৭১৫ জনকে আইনগত সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ৬৪ হাজার ৫৪৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।’

জেলাতে আইনগত সহায়তা দেওয়ার জন্য যে আইনজীবী নিয়োগ করা হয় তাদের ফি একেবারে কম। এজন্য তারা সহায়তা দিতে চান না। ফিস বাড়ানোর চিন্তা আছে কিনা- জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমরা জাতীয় আইনগত সহায়তা কমিটির বোর্ড মিটিংয়ে আইনজীবী ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটা সেবামূলক প্রতিষ্ঠান। সাধারণভাবে আইনজীবীরা যে ফি কমান্ড করেন সেটা আমরা কখনোই দিতে পারব না।’

এ ধরনের সেবামূলক কাজের মাধ্যমে আইনজীবীদের মর্যাদা বাড়ে, এই মনোভাব চলে আসলে অনেক সিনিয়র আইনজীবী এই সেবা দেবেন বলে মনে করেন আনিসুল হক।

অনেক আইনজীবী মক্কেলের কাছ থেকে টাকা নেন- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘মাইক্রো ম্যানেজমেন্ট তো আমাদের পক্ষে করা সম্ভব নয়। যদি এ ধরনের কোন নালিশ আমরা পাই নিশ্চয়ই তার বিষয়ে আমরা ব্যবস্থা নেব। কেউ এটা (টাকা নেওয়া) করলে তা নিন্দনীয় ও দুঃখজনক।’

এ সময় আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/এপি/এপ্রিল ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর