thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

হ্যারি পটার ভক্তদের কাছে ক্ষমা চাইলেন লেখিকা

২০১৭ মে ০৪ ২১:২৩:০৯
হ্যারি পটার ভক্তদের কাছে ক্ষমা চাইলেন লেখিকা

দ্য রিপোর্ট ডেস্ক : ব্যাপক জনপ্রিয় হ্যারি পটার সিরিজটির সর্বশেষ বইয়ে প্রফেসর স্নেপকে খুন করার জন্য ক্ষমা চাইলেন লেখিকা জে কে রাউলিং।

বিশ্বখ্যাত এ লেখিকা সিরিজটির হগওয়ার্টসের যুদ্ধ নিয়েও ক্ষমা প্রার্থনা করেন, যেখানে মারা যান সিরিজটির অনেক জনপ্রিয় চরিত্র।

তিনি পূর্বে ফ্রেড ওয়েসলি এবং রেমাস লুপিন হত্যার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন।

সচেতনভাবেই তিনি বিতর্ক এড়াতে চেয়েছিলেন, যার কারণে তিনি ভক্তদের অনুরোধ করেন হ্যারির প্রতি বিদ্বেষপূর্ণ প্রফেসর স্নাপের চরিত্র নিয়ে তর্কে এড়াতে।

তবে টুইটারে তার এ ক্ষমা চাওয়া নিয়ে সমালোচনামুখর এ সিরিজের ভক্তরা।

"সে হ্যারির প্রতি নিপীড়ন চালাত এবং তার স্কুল জীবনকে নরকে পরিনত করে ছেড়েছিল কারণ সে ছিল ছোটমনা ও বিদ্বেষী একজন লোক" কিম কার্লটন নামে এক ভক্ত মন্তব্য করে লিখেছেন।

রুন জোহান্সসন বলেন: "নেভিলর প্রতি যে আচরণ স্নেইপ করেছে তার জন্য আমি তাকে ক্ষমা করতে পারব না। তারা উভয়ই হিংস্র, অযৌক্তিক, ঠাট্টা-বিদ্রূপ করেছিল। তিনি সদয় হতে পারতেন। তিনি ছিলেন না।"

যদিও অ্যামা টুইট করেছেন: "আপনাকে সত্যিই সেটির জন্য ক্ষমা চাইতে হবে না।"

(দ্য রিপোর্ট/এফএস/মে ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর