thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

গরিব শিশুদের জন্য বিবারের বিনামূল্যে কনসার্ট

২০১৭ মে ০৭ ০০:৩০:২৭
গরিব শিশুদের জন্য বিবারের বিনামূল্যে কনসার্ট

দ্য রিপোর্ট ডেস্ক : গ্র্যামি অ্যাওয়ার্ড বিজেতা কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার প্রথমবার ভারতের মাটিতে কনসার্ট করতে চলেছেন৷ এ কনসার্টের আগে বিবার তার দাবি জানিয়েছেন, যার মধ্যে রয়েছে রোলস রয়েস থেকে পার্সোনাল হেলিকপ্টারও।

তবে এ কনসার্টের চমক হলো প্রায় ১০০ গরিব শিশু বিনামূল্যে উপভোগ করতে পারবে বিবারের পারফরম্যান্স।

শুধু যে স্বচক্ষে বিবারকে দেখা তাই নয়, তার পাশাপাশি ফল, জুসেরও ব্যবস্থা থাকবে তাদের জন্য৷ ১০ মে থেকে চলা এ অনুষ্ঠানে টিকিটের সর্বোচ্চ মূল্য ৭৫,০০০ রুপি।

এ সর্বোচ্চ মূল্যের একটি টিকিট বিবারের এক ভক্তকে (এক ট্যাক্সি চালকের ছেলেকে) উপহার দেওয়া হয়।

সামাজিক কাজকর্মের সঙ্গে বিবার বহুদিন ধরেই যুক্ত৷ আর তাকে দেখতে, তার গান শুনতে তার ভক্তের সমাগম যে কোনো পর্যায়ে পৌঁছবে তা আশা করি বুঝতেই পারছেন।

(দ্য রিপোর্ট/এফএস/মে ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর