thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

প্লে-অফের দৌঁড়ে টিকে রইল হায়দরাবাদ

২০১৭ মে ০৯ ১০:১৪:৪৬
প্লে-অফের দৌঁড়ে টিকে রইল হায়দরাবাদ

দ্য রিপোর্ট ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪৮তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে হায়দরাবাদ। সোমবার (০৮ মে) রাতের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে মুম্বাই। যার জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ম্যাচ জিতে ওয়ার্নার বলছিলেন, ‘আমাদের সব কিছু প্ল্যান মাফিক হয়েছে। বোলাররা দুর্দান্ত বল করে মুম্বাইকে অল্প রানে আটকে রাখল।’

বিপজ্জনক ডেভিড ওয়ার্নারকে দ্রুত ফিরিয়েও সানরাইজার্স হায়দরাবাদকে চাপে ফেলতে পারেনি মুম্বাই।শিখর ধাওয়ানের অপরাজিত ৬২ রান আর ঘরের মন্থর পিচে বোলারদের দাপটে আইপিএলের এক নম্বর টিমকে সাত উইকেটে হারিয়ে প্লে অফের লড়াইয়ে এগিয়ে গেল হায়দরাবাদ। মুম্বাইয়ের ১৩৮/৭’এর জবাব যারা ১৮.২ ওভারেই দিল ১৪০/৩ তুলে।

এই আইপিএলে মুম্বাইয়ের ৯টি ম্যাচের মধ্যে ৭টি জয় রান তাড়া করে। সোমবার উপ্পলে টসে জিতে প্রথমবার ব্যাট নেন মুম্বাই দলপতি রোহিত শর্মা। কিন্তু হায়দরাবাদের বোলারদের সামলাতে সমস্যায় পড়লেন মুম্বাইয়ের ব্যাটসম্যানরা। ব্যতিক্রম শুধু রোহিত। সিদ্ধার্থ কলের বলে বোল্ড হওয়ার আগে ৪৫ বলে করেন ৬৭ রান।

সিদ্ধার্থ শেষ করলেন ৩/২৪ নিয়ে। ২ উইকেট ভুবনেশ্বর কুমারের। রান রুখে দেওয়ার কাজটা ভাল করলেন দুই আফগান স্পিনার মোহাম্মদ নবি (১/১৩) ও রশিদ খান (১/২২)।

১৩৮ রানের পুঁজি নিয়ে মুম্বাইয়ের লড়াই কঠিন ছিল। শিখর এবং মোয়েস অনরিক্স (৪৪) জুটি অনায়াস ব্যাটিংয়ে মালিঙ্গা-বুমরাদের ছন্দ পেতে দেননি।

হায়দরাবাদের জয়ের ফলে ছিটকে গেল দিল্লি ডেয়ারডেভিলস।

(দ্য রিপোর্ট/এনপিএস/মে ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর