thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

রংপুর বিভাগে ৩৭৪ উদ্যোক্তাকে এসএমই ঋণ প্রদান

২০১৭ মে ১৮ ২১:১৫:১৩
রংপুর বিভাগে ৩৭৪ উদ্যোক্তাকে এসএমই ঋণ প্রদান

প্রতিনিধি দিনাজপুর : প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশনা বাস্তবায়নে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠার লক্ষ্যে রংপুর বিভাগের ৩৭টি বাণিজ্যিক ব্যাংক এসএমই ঋণ বিতরণ খাতে ৩৭৪ জন উদ্দ্যোক্ততার মাঝে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে।

বৃহস্পতিবার (১৮ মে) দিনাজপুর বাঁশেরহাট ব্রাক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ব্যাংকার ও উদ্দ্যোক্তা মতবিনিমিয় সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রম চালু হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এ অঞ্চলকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে হলে সহজ শর্তে উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করতে হবে। বর্তমান সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের জন্যে কৃষিভিত্তিক রংপুরের বিভিন্ন অঞ্চলের মানুষদের ক্ষুদ্র ঋণের মাধ্যমে সমন্বিতভাবে শিল্পভিত্তিক ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানো দরকার।

তারা বলেন, বিভিন্ন প্রশিক্ষণ কর্মকাণ্ডের মাধ্যমে উদ্যোক্ততা সৃষ্টি ও ক্ষুদ্র শিল্প কলকারখানা গড়ে তুলতে হবে। এ অঞ্চলের মানুষের বেকারত্ব, দ্যারিদ্রতা ঘুচিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তাহলে আয় বৃদ্ধির মাধ্যমে মানুষের স্বনির্ভরতা আসবে এবং দেশ সমৃদ্ধশালী উন্নয়নের দিকে এগিয় যাবে।

মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, আইএফআইসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টিআইএম রওশন জাদিদ, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. কাওসারুল আলম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের জেনারেল ম্যানেজার একেএম হামিদুর রহমান, ইউসিবিএল ব্যাংকের এভিপি নিয়ামত উদ্দীন আহমেদ, মহিলা উদ্যোক্তা মোছা. তাহমিনা আক্তার, মো. মোকছেদুল আলম পাটোয়ারী।

মতবিনিময় অনুষ্ঠানের শেষে এসএমই ঋণ বিতরণের জন্যে নির্ধারিত এ অঞ্চলের ৩৭৪জন উদ্যোক্ততার মাঝে বিতরণযোগ্য একশত ২২ কোটি টাকার মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ৪৪ জন উদ্যোক্তার হাতে বৃহস্পতিবার তাৎক্ষণিক ৫০ কোটি ৭৪ লাখ টাকার ঋণের ডামি চেক তুলে দেন সন্মানিত অতিথিরা। এছাড়াও পর্যায়ক্রমে আরও ৩৩০জন উদ্যোক্তার মাঝে রংপুর অঞ্চলের ৩৭টি ব্যাংকের বিভিন্ন শাখা হতে এসএমই ঋণ বিতরণ করা হবে।

রংপুর সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমতিয়াজ হোসেন, মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার স্বপন কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম।

(দ্য রিপোর্ট/এমএইচএ/মে ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর