thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

সন্ধ্যায় নাট্যশালায় ‘স্বপ্নরমণীগণ’

২০১৭ মে ২০ ১০:২৬:৫৮
সন্ধ্যায় নাট্যশালায় ‘স্বপ্নরমণীগণ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর জাতীয় নাট্যশালায় আজ শনিবার (২০ মে) সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজনা স্বপ্নরমণীগণ। সেলিম আল দীন রচিত এই নাটকটি নবনাটলিপি তৈরির মাধ্যমে নির্দেশনা দিয়েছেন আফসার আহমদ।

পুরাণ ও ইতিহাসের মেলবন্ধনে গড়ে ওঠা এই নাট্য আখ্যানটি মূলত একজন পর্যটকের সাত রাতের কাহিনি, যেখানে ফিরে ফিরে আসে প্রজ্ঞাপারমিতা, হারিতি, অপলা, আস্কি, মদিনাসহ পুরাণ ও ইতিহাসের অজস্র চরিত্র।

নাটকটিতে অভিনয় করছেন- প্রান্ত সাহা, প্রশান্ত প্রসাদ স্বর্ণকার, তুষার ধর, কৃষ্ণা সজ্জন পূজা, আকাশ সরকার, অন্তরা সাহা লাকি, হাজেরা আক্তার কেয়া, মেহনাজ জাহান, অংশুমান রায়, নুসরাত তুবা, আশিকুর রহমান বন্ধন, নূর-ই-নাজনীন, অসিম কুমার, প্রণয় সরকার, নুশিন আদিবা, রিফাত খান অনিক, আবীর হাসান, মো. শহিদ মিয়া, পার্থ বৈদ্য, রফিকুল ইসলাম, মোক্তাফী রওনক ঐতৃজা, আয়শা সিদ্দিকা জামান রুমানা, তুলি সরকার, খায়রুন নাহার, তাওসিফা তাহিয়া নুযহাত, আব্দুল্লাহ-আর-রাকিব-উর-রন।

নাটকটির সহকারী নির্দেশক হিসেবে রয়েছেন- ফাহিম মালেক, মঞ্চ ও পোশাক পরিকল্পনা- রুবাইয়াৎ আহমেদ, আলোক পরিকল্পনা- মহিবুর রৌফ, কোরিওগ্রাফি- কৃষ্ণা সজ্জন পূজা, সংগীত প্রয়োগ- নুশিন আদিবা, মোক্তাফী রওনক ঐতৃজা, প্রশান্ত প্রসাদ স্বর্ণকার, প্রনয় সরকার, নূর-ই-নাজনীন, তুষার ধর, নির্ঝর অধিকারী হিমালয় রাজ পাল হিমু, তাওসিফা তাহিয়া নুযহাত মো. আবীর হাসান, মো. আশিকুর রহমান বন্ধন।

(দ্য রিপোর্ট/পিএস/এম/মে ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর