thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

খুলনায় চলছে চিকিৎসকদের ধর্মঘট

২০১৭ মে ২৩ ১৬:১৭:৫৪
খুলনায় চলছে চিকিৎসকদের ধর্মঘট

খুলনা ব্যুরো : বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) আহ্বানে খুলনায় বেসরকারি হাসপাতাল, ডায়গনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। চিকিৎসক লাঞ্ছনা বন্ধসহ বিভন্ন দাবিতে তারা এ ধর্মঘটের ডাক দেন।

মঙ্গলবার (২৩ মে) সকাল থেকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতালসহ সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কোনো ডাক্তার রোগী দেখছেন না।

খুলনা বিএমএ খুলনা শাখার সভাপতি ডা. বাহারুল আলম জানান, ক্রমাগত চিকিৎসক লাঞ্ছনা বন্ধ করা, কর্মস্থলে নিরাপত্তা প্রদান এবং একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ সহ কয়েকজন চিকিৎসকদের হয়রানি ও মিথ্যা মামলা প্রদান করার প্রতিবাদে তারা এ কর্মসূচি নেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী আফিয়া জাহান চৈতির অকালমৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এদিকে বেসরকারি হাসাপাতাল ও ক্লিনিকে চিকিৎসকদের ধর্মঘট চলায় চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

(দ্য রিপোর্ট/একেএ/এপি/মে ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর