thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

বরিশালে কলেজের অধ্যক্ষের ৭ বছরের কারাদণ্ড

২০১৭ মে ২৫ ২০:৫৫:০২
বরিশালে কলেজের অধ্যক্ষের ৭ বছরের কারাদণ্ড

বরিশাল অফিস : অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় জেলার উজিরপুর উপজেলার বিএন খান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহিমকে ৭ বছরের জেল ও ৭ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও আট মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ মে) বরিশাল বিভাগীয় স্পেশাল আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আব্দুর রহিম উজিরপুরের ডহরপাড়া গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী হারুনর রশিদ বলেন, ‘১৯৯০ সালের আগস্ট মাসের প্রভাষক আলতাফ হোসেন, মতিউর রহমান ও শেখ আব্দুল জব্বার, প্রদর্শক হাফিজুর রহমান এবং কর্মচারী সেলিম সিকদার ও ফিরোজা খাতুনের নামে ভূঁয়া কাগজপত্র তৈরী করে সরকারি বরাদ্দের ১০ হাজার ২৩০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০০৩ সালের ২৩ জানুয়ারি বরিশাল দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিদর্শক আলতাফ হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন। ২০১১ সালের ২৫ আগস্ট তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী সাবেক অধ্যক্ষ রহিমকে দোষী সাব্যস্ত করে চার্জশীট দেন। ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক আজ এই রায় প্রদান করেন।

(দ্য রিপোর্ট/একেএ/এমএইচএ/মে ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর