thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

নড়াইলে নির্বাচনী সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১০

২০১৭ মে ২৫ ২১:০৬:৩২
নড়াইলে নির্বাচনী সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১০

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামে ইউপি নির্বাচনপরবর্তী সহিংসতায় সাবেক ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন (৪৬) নিহত এবং দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৩ মে অনুষ্ঠিত পেড়লী ইউনিয়ন পরিষদের নির্বাচনে পেড়লী গ্রামের বর্তমান চেয়ারমান আনিচুর রহমান বাবু আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর হোসেনের পক্ষে কাজ করেন। গ্রামের অপর পক্ষের নেতা সাবেক ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জারজিদ মোল্যার পক্ষে কাজ করেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী জারজিদ মোল্যা জয়লাভ করেন এবং নৌকা সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর হোসেন হোরে যান। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে বৃহস্পতিববার সকাল নয়টার দিকে দুপক্ষ ঢাল সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মোফাজ্জেল হোসেনের মৃত্যু হয়।

এদিকে মোফাজ্জেল নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গণি মিয়া জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএ/এনআই/মে ২৫)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর