thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

অর্থমন্ত্রীর এপিএস পরিচয়ে ঘুষ দিতে গিয়ে আটক

২০১৭ মে ২৬ ২১:০৫:৫২
অর্থমন্ত্রীর এপিএস পরিচয়ে ঘুষ দিতে গিয়ে আটক

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে শূন্যপদে নিয়োগের জন্য অর্থমন্ত্রীর এপিএস পরিচয়ে ঘুষ দিতে গিয়ে এক ব্যক্তি আটক হয়েছেন। তৌহিদুর রহমান নামের ওই ব্যক্তিকে নগদ ৫ লাখ টাকাসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন পর্যায়ে ২৪টি শূন্য পদের বিপরীতে শুক্রবার দুই হাজার ৬শ’ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সভা চলাকালে মাগুরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমানের কাছে অর্থমন্ত্রীর এপিএস মিজানুর রহমান পরিচয়ে এক ব্যক্তি ফোনে কথা বলেন। পরে ওই ব্যক্তি জেলা প্রশাসকের কার্যালয়ে তার অফিসে সাক্ষাত করেন।

কথোপকথনের এক পর্যায়ে জেলা প্রশাসক তার গানম্যান আকবর ও একান্ত সহকারী বাদশাকে ডেকে তার ব্যাগ তল্লাসী করে। ব্যাগে নগদ ৫ লাখ টাকা ও শুক্রবারের লিখিত নিয়োগ পরীক্ষার একটি প্রবেশপত্র পাওয়া যায়। পরে তাকে পুলিশে সোপরদ করা হয়।

(দ্য রিপোর্ট/কেআই/এনআই/মে ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর