thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

দিনাজপুরে দোলনায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

২০১৭ মে ২৭ ১৮:৩৮:০৯
দিনাজপুরে দোলনায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার পল্লীতে মোসলেমা খাতুন নামে চার মাস বয়সের এক শিশু দোলনায় ফাঁস লেগে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। শনিবার (২৭ মে) দুপুর দেড়টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মোসলেমা খাতুন খানসামা উপজেলার বাসুলী গ্রামের মো. বকুল হোসেনের মেয়ে।

নিহত শিশুর মা সাফিনা বেগম জানিয়েছেন, প্রতিদিনের মতো শনিবার দুপুরে শিশুটিকে শোবার ঘরে রশির দোলনায় ঘুমিয়ে রেখে সে বাড়ির কাজ করছিলো। পরে কোন এক সময়ে সে ঘরে গিয়ে দেখে শিশুটির মাথা দোলনার ফাঁকে আটকে গিয়ে গোটা শরীর ঝুলে আছে। তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সামাদ জানিয়েছেন, দোলনাটি ছিলো রশির। দোলনা থেকে পড়ে যাওয়ার সময় শিশুটির মাথা দোলনার ফাঁকে আটকে যায়। ফলে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা যায়।

খানসামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নজমুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে খানসামা থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার রায় দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এ বিষয়ে থানায় কেউ জানায়নি। তবে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু শিশুটির বয়স ৪ মাস। সেহেতু স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে পরামর্শ করেই শিশুটিকে দাফন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/মে ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর