thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

মেসি নৈপুণ্যে কোপা দেল রের শিরোপা বার্সার

২০১৭ মে ২৮ ০৯:৪০:৪৪
মেসি নৈপুণ্যে কোপা দেল রের শিরোপা বার্সার

দ্য রিপোর্ট ডেস্ক : কোপা দেল রের ফাইনালে দুর্দান্ত খেললেন ছন্দে থাকা লিওনেল মেসি। গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোলও করালেন তিনি। এছাড়া ম্যাচে আলো ছড়ালেন নেইমার-আন্দ্রে গোমেসরা। তাতে প্রথমবারের মতো কোপা দেল রের ফাইনালে ওঠা দেপোর্তিভো আলাভেজকে হারিয়ে প্রতিযোগিতায় টানা তৃতীয় শিরোপা জিতল কাতালান ক্লাব বার্সেলোনা।

শনিবার রাতে স্প্যানিশ কাপের শিরোপা নির্ধারণী ম্যাচটি ৩-১ গোলে জিতেছে লুইস এনরিকের দল। এ ম্যাচে দলের হয়ে গোল তিনটি করেন মেসি, নেইমার এবং পাসো আলকাসের। ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন ‘এমএসএন’ ত্রয়ীর আরেক তারকা লুইস সুয়ারেজ। আর শিরোপা জিতেই লুইস এনরিকেকে বিদায় জানিয়েছে মেসি-নেইমাররা।

প্রতিযোগিতায় রেকর্ড চ্যাম্পিয়ন বার্সেলোনা এই নিয়ে মোট ২৯ বার শিরোপা জিতল। বার্সেলোনার কোচ হিসেবে তিন বছরের ক্যারিয়ারে প্রতিবারই স্প্যানিশ কাপের শিরোপা জয়ের কীর্তি গড়লেন এনরিকে।

ভিসেন্তে কালদেরনে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বার্সেলোনা; চোট পেয়ে মাঠ ছাড়েন হাভিয়ের মাসচেরানো। ২৭তম মিনিটে পিছিয়ে পড়তে বসেছিল তারা। তবে তিন মিনিট পরই দলকে এগিয়ে দেন মেসি। নেইমারের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টিনা অধিনায়ক।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে ৫৪টি গোল করলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

তবে খুব বেশিক্ষণ বার্সেলোনা এগিয়ে থাকতে পারেনি। ৩৩তম মিনিটে অসাধারণ এক গোলে স্কোরলাইনে সমতা টানেন থিও ফার্নান্দেজ। ২৫ গজ দূর থেকে ফরাসি এই ডিফেন্ডারের বিদ্যুৎ গতির বাঁকানো শট ক্রসবার ঘেঁষে জালে জড়ায়।

যদিও প্রথমার্ধেই স্কোরলাইন ৩-১ করে বার্সা। বিরতির আগে তিন মিনিট ব্যবধানে আরও দু্বার বল জালে পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা। দুটি গোলেই গুরুত্বপূর্ণ অবদান দলের সেরা খেলোয়াড় মেসির।

৪৫তম মিনিটে মেসির দারুণ কোনাকুনি পাস ধরে আন্দ্রে গোমেস আড়াআড়ি বল বাড়ান। তা থেকে অনায়াসে দলকে ফের এগিয়ে দেন নেইমার। এই নিয়ে কোপা দেল রেতে টানা তিন ফাইনালে গোল করলেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে তার গোল হলো ২০টি।

বার্সার তৃতীয় গোলটির মূল কৃতিত্বও মেসির। বাঁ-দিক থেকে দুজনের মধ্যে দিয়ে ডি-বক্সে ঢুকে আরেকজনকে কাটিয়ে সামনে ফাঁকায় দাঁড়ানো আলকাসেরকে পাস দেন তিনি। সহজেই গোলরক্ষককে পরাস্ত করেন স্পেনের এই ফরোয়ার্ড।

২০১৪ সালে দায়িত্ব নেওয়া এনরিকে প্রথম মৌসুমে বার্সেলোনাকে ‘ট্রেবল’ জেতানোর পরের মৌসুমে ঘরোয়া ফুটবলের ডাবল জেতান। সব মিলিয়ে নয়টি শিরোপা জিতে বার্সেলোনাকে বিদায় জানালেন স্পেনের এই কোচ।

(দ্য রিপোর্ট/এনপিএস/মে ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর