thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় `মোরা’

বাগেরহাটে দূর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি, খোলা হয়েছে কন্ট্রোলরুম

২০১৭ মে ২৯ ১৭:১৬:৩২
বাগেরহাটে দূর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি, খোলা হয়েছে কন্ট্রোলরুম

বাগেরহাট প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে মংলা সমুদ্র বন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ‘মোরা’র মোকাবেলায় উপকুলীয় জেলা বাগেরহাটে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সোমবার (২৯ মে) বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমুলক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। উপকুলীয় এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জরুরী সভা করে দুর্যোগ মোকাবেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়েছে।

বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রল রুম খোলা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, জেলার সাইক্লোন সেল্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে। শুকনো খাবার সরবরাহের জন্য তৈরি রাখা হয়েছে। সরকারী বিভিন্ন সংস্থার পাশাপাশি বেসরকারী সেচ্ছাসেবী সংগঠনগুলো মাঠ পর্যায়ে কাজ করতে নির্দেশ দেয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এজে/মে ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর