thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

আলু চাষিদের ক্ষতিপূরণ দাবি বামমোর্চার

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৯:০২:৪১
আলু চাষিদের ক্ষতিপূরণ দাবি বামমোর্চার

দ্য রিপোর্ট প্রতিবেদক : উত্তরবঙ্গে আন্দোলনরত আলু চাষি সংগ্রাম পরিষদের ক্ষতিপূরণসহ ৭ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছে গণতান্ত্রিক বামমোর্চা।

জাতীয় প্রেস ক্লাব চত্বরে মঙ্গলবার বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণতান্ত্রিক বামমোর্চার সমন্বয়ক অধ্যাপক আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা সাইফুল হক, মোশরেফা মিশু, মানস নন্দী, মোশাররফ হোসেন নান্নু, হামিদুল হক। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, এ বছর দেশের আলু চাষিরা আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। অথচ তারা আলু বিক্রি করতে গিয়ে মহাসংকটে পড়েছেন। এক একর জমির আলু বিক্রি করে কৃষককে ৪৮ হাজার টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। প্রান্তিক চাষিদের এটা জীবন-মরণ সমস্যা হলেও সরকার নির্বিকার। সরকারের যেন কোনো দায় নেই।

বক্তারা বলেন, প্রতিবছরই মৌসুমে ফসল বিক্রি করতে গিয়ে সরকারের দায়িত্বহীনতা এবং ইজারাদার-ফড়িয়া-মধ্যস্বত্বভোগী-ব্যবসায়ী চক্রের মুনাফার শিকারে পরিণত হচ্ছে চাষি। কৃষকের স্বার্থে কোনো কৃষিনীতি নেই। বরং দেশি-বিদেশি লুটেরা ধনিকগোষ্ঠীর স্বার্থে প্রণীত সরকারের কৃষিনীতির ফলেই বিএডিসিকে সংকুচিত করা হয়েছে।

আলু চাষিদের পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা, কৃষি ফসলে ৩৫% মূল্য সহায়তা প্রদান, অগ্রাধিকার ভিত্তিতে সরকারি উদ্যোগে কোল্ড স্টোরেজ নির্মাণ, বিদেশে আলু রফতানির কার্যকর উদ্যোগ গ্রহণ, কোল্ড স্টোরেজে প্রতিবস্তা আলুর ভাড়া ১৫০ টাকা নির্ধারণের দাবি জানান বক্তারা।

এ ছাড়া একই সময় বিদ্যুতের মূল্যবৃদ্ধির তৎপরতা বন্ধের দাবিতে সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।

(দ্য রিপোর্ট/সাআ/এনডিএস/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর